রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

যে পরিমাণ খেলাপি ঋণ রয়েছে ধীরে ধীরে কমিয়ে আনা হবে

একুশে নিউজ
  • প্রকাশিত সময় : ১০ জানুয়ারি, ২০১৯, ১১:৪৪
  • ২১৮ এই সময়
  • শেয়ার করুন

বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলানগরে অর্থমন্ত্রীর দফতরে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠক শেষে আজ থেকে আর এক টাকারও খেলাপি ঋণ বাড়বে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে, এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ-সুবিধাও বজায় থাকবে বলে জানিয়েছেন তিনি।

মুস্তফা কামাল বলেন এখন পর্যন্ত যে পরিমাণ খেলাপি ঋণ রয়েছে তাও ধীরে ধীরে কমিয়ে আনা হবে। বৈঠকে বসার আগেই আমার একটা শর্ত ছিল। আপনারা কীভাবে খেলাপি ঋণ বন্ধ করবেন, কীভাবে টেককেয়ার করবেন, কীভাবে ম্যানেজ করবেন, সেটা আপনাদের ব্যাপার। তারা আমাকে আশ্বস্ত করেছেন।’

এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘যারা ব্যবসা করেন বাংলাদেশে তারা সবাই প্রভাবশালী। পৃথিবীতে যারা ব্যবসা-বাণিজ্য করেন সবাই প্রভাবশালী। ব্যবসায়ীরা যদি প্রভাবশালী না হন, তাহলে বিনিয়োগ কীভাবে আসবে। প্রভাবশালী যারা ব্যবসা-বাণিজ্য করেন তারা অর্থনীতির ৮২ শতাংশ। তাদের বাদ দিয়ে ১৮ শতাংশ নিয়ে অর্থনীতি সাজানো সম্ভব নয়। এটা করতে চাওয়াটাও একটা অবাস্তব চিন্তা। তাদের ব্যবসা করতে সব সুযোগ-সুবিধা প্রদান করা হবে, তবে ঋণখেলাপি না হয়ে।’

অর্থমন্ত্রী বলেন, আমরা একটি জায়গায় ঐকমত্যে পৌঁছেছি, মূল চিন্তা হচ্ছে ননপারফরমিং লোন (এনপিএল-ঋণখেলাপি)। এটি আপনাদের উৎকণ্ঠা, জাতির উৎকণ্ঠা, আমাদের উৎকণ্ঠা এবং আমার উৎকণ্ঠা; তবে আমার উৎকণ্ঠা এখন কিছুটা কম। কেননা এরই মাঝে আমি দেখেছি, যে পরিমাণ পত্রপত্রিকায় লেখা হয়, সে পরিমাণ ননপারফরমিং লোন নেই। দেশে ননপারফরমিং লোনের হার ১১ থেকে ১২ শতাংশ। এর চেয়ে অন্যান্য দেশে আরও বেশি।’

ননপারফরমিং লোন কমলে ব্যাংক সুদের হার কমে যাবে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘ননপারফরমিং লোন এখনও ম্যানেজেবল। এই ম্যানেজেবল লোন আর বাড়তে পারবে না। এখানে যারা এসেছেন তারা নিশ্চিত করেছেন খেলাপি ঋণ আর বাড়বে না বরং যা আছে সেটিও ধীরে ধীরে কমাবেন। কীভাবে কমাবেন, সেটি পরবর্তী সভায় বসে সিদ্ধান্ত নেব।’

বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম মজুমদার, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবালসহ বিভিন্ন ব্যাংকের মালিকরা।

এই বিভাগের আরো খবর

ব্রেকিং:

কাউন্সিলের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন হতে পারে

বাজারে বাহারি সবজিতে মিলছে না স্বস্তি

ভবনে থাকেন বিএনপি নেতা, পার্কিংয়ে মিলল এস আলমের গাড়ি

পদত্যাগ করল আউয়াল কমিশন

এক যুগ পর বিসিবি সভাপতির পদ ছাড়লেন পাপন

শিক্ষার্থীরা এ দেশকে পুনর্জন্ম দিয়েছে: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের শপথ আজ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতে গড়াবে, সেটি কেউ ভাবেনি: জয়

আলোচনায় বসতে চায় আওয়ামী লীগ: জয়