শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন

তরুণদের আকৃষ্ট করতে নির্বাচনী ইশতেহারে কর্মসূচী রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

একুশে নিউজ
  • প্রকাশিত সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ২:৪০
  • ২৪৫ এই সময়
  • শেয়ার করুন

বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানিয়েছেন। বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী সূত্রে এ তথ্য জানা গেছে। পাশাপাশি নির্বাচনী ইশতেহারে তরুণদের আকৃষ্ট করে এমন কর্মসূচী রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটাররাই বড় ভূমিকা রাখবে। তরুণদের ভোট কাজে লাগাতে হবে। তাদের আকৃষ্ট করতে হবে। মনোনয়ন পাওয়া মন্ত্রীদের নিজ এলাকায় গিয়ে নির্বাচনী কাজ করারও নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের মেয়াদ তিন বছর থেকে কমিয়ে দুই বছর করে এ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০১৮’-এর খসড়া অনুমোদন দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ৩ ডিসেম্বরের পর এ আমলে মন্ত্রিসভার আর বৈঠক হবে না। তবে নতুন করে শপথ গ্রহণ বা ক্ষমতা হস্তান্তর পর্যন্ত বর্তমান সরকারই কার্যকর থাকবে। বৈঠকে চারজন টেকনোক্র্যাট মন্ত্রী নিয়ে কোন আলোচনা হয়নি বলে জানা গেছে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে জয়ী দল একাদশ জাতীয় সংসদের সরকার গঠন করবে। বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে তরুণদের আকৃষ্ট করেÑ এমন কর্মসূচী রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটাররাই বড় ভূমিকা রাখবে। তরুণদের ভোট কাজে লাগাতে হবে। তাদের আকৃষ্ট করতে হবে।

সূত্র জানায়, দলীয় মনোনয়ন পাওয়া মন্ত্রিসভার সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় সময় দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ভাল নির্বাচন হবে আশা করি। তরুণ ভোটাররা ফ্যাক্টর হবে। তাদের আকৃষ্ট করতে হবে। ভোটাররা যাতে অবাধে ভোট দেয়ার সুযোগ পায় সেটা নিশ্চিত করা হবে। মনোনয়নপ্রাপ্তদের মাঠে গিয়ে তরুণ ভোটারদের আকৃষ্ট করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

তফসিল ঘোষণার পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনকালীন সরকার গঠনের পরও মন্ত্রিসভার বৈঠক অব্যাহত থাকবে। পরবর্তীতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং মন্ত্রিপরিষদ সচিব বিভিন্ন সময়ে বলেন, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনকালীন সরকারের কর্মকা- শুরু হয়ে গেছে। একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে গত ৬ নবেম্বর মন্ত্রিসভা থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ওইদিন সন্ধ্যায় ধর্মমন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার মন্ত্রিপরিষদ বিভাগে তাদের পদত্যাগপত্র জমা দেন। এর পরদিন গত ৭ নবেম্বর প্রধানমন্ত্রী ওই চার মন্ত্রীকে তাদের দাফতরিক দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপর থেকে তারা দাফতরিক কার্যক্রম চালিয়ে আসছেন। তাদের পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় এই চার মন্ত্রী সোমবার মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত ছিলেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব। কবে নাগাদ তাদের পদত্যাগপত্র গৃহীত হতে পারে সে বিষয়ে কোন তথ্য দিতে পারেননি তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদ আইন ॥ বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের মেয়াদ তিন বছর থেকে কমিয়ে দুই বছর করে এ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০১৮’-এর খসড়া অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, আগে চলচ্চিত্রের সংজ্ঞায় বলা ছিল- সেলুলয়েড, এনালগ, ডিজিটাল বা অন্য যে কোন মাধ্যমে নির্মিত চলচ্চিত্র। এখন সেখান থেকে ‘এনালগ’ শব্দটি বাদ দিয়ে নতুন সংজ্ঞায় বলা হয়েছে, চলচ্চিত্র অর্থ সেলুলয়েট, ডিজিটাল বা অন্য যে কোন মাধ্যমে নির্মিত চলচ্চিত্র।

তিনি বলেন, বর্তমান আইনে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদে কমপক্ষে পাঁচজন এবং সর্বোচ্চ সাতজন বরেণ্য ব্যক্তিকে সরকার মনোনীত করত। সেখানে পরিবর্তন করে সরকার কর্তৃক মনোনীত ইনস্টিটিউটের একজন শিক্ষক, একজন চলচ্চিত্র নির্মাতাসহ কমকক্ষে চারজন এবং সর্বোচ্চ ছয়জন চলচ্চিত্র সংশ্লিষ্ট বরেণ্য ব্যক্তির কথা বলা হয়েছে। ফলে এ ইনস্টিটিউটের শিক্ষক প্রতিনিধি নিশ্চিত হবে সঙ্গে চলচ্চিত্র নির্মাতাদের সম্পৃক্ততা থাকবে। পরিচালনা পর্ষদে সরকার মনোনীত ‘বিশিষ্ট সাংবাদিক’ শব্দ পরিবর্তন করে ‘গণমাধ্যম ব্যক্তিত্ব’ শব্দ সংযোজনের প্রস্তাব করা হয়েছে। শফিউল আলম বলেন, পরিচালনা পর্ষদে সরকার মনোনীত সদস্যদের মেয়াদ তিন বছর থাকলেও তা কমিয়ে দুই বছর করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ গভর্নিং বডির মেয়াদ কমিয়ে দুই বছর করা হচ্ছে। এছাড়া সরকার মনোনীত বেসরকারী গণমাধ্যমের একজন প্রতিনিধির জায়গায় ‘বেসরকারী’ শব্দটি বিলুপ্ত করে ‘সরকার কর্তৃক মনোনীত গণমাধ্যমের একজন প্রতিনিধি’ করা হয়েছে।

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের নাম পরিবর্তন

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের নাম পরিবর্তন করে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ করেছে সরকার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দিবসটির নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ১২ ডিসেম্বর ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’। এই দিবসের নাম পরিবর্তন করে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ করার প্রস্তাব করা হয়, মন্ত্রিসভা এটা অনুমোদন করেছে।এর আগে গত বছরের ২৭ নবেম্বর মন্ত্রিসভা প্রতি বছর ১২ ডিসেম্বর ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনে মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দেয়।

এই বিভাগের আরো খবর

ব্রেকিং:

আফগানিস্তানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পাকিস্তানের

১৭ জেলায় হতে পারে ৬০ কিমি বেগে ঝড়, সতর্ক সংকেত

সরকারি হাসপাতালগুলোতে আছে রাসেল’স ভাইপারের এন্টিভেনম

বৃষ্টি অব্যাহত থাকতে পারে, কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কা

শিক্ষকদের কর্মবিরতিতে অচল ৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয়

স্ত্রীকে ফেসবুক থেকে দূরে রাখা নিষ্ঠুরতার শামিল

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে এটিইউ

ধনী কর্মকর্তাদের সম্পদের উৎসের খোঁজ শুরু করছে দুদক

টি-২০ বিশ্বকাপে বিভিন্ন ক্ষেত্রে সেরার পুরস্কার পেলেন যারা

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মানতে হবে যেসব বিশেষ নির্দেশনা