মঙ্গলবার দেশটির জরুরি বিভাগ সূত্র সংবাদ সংস্থা ‘তাস’কে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, আগুন ইতোমধ্যে নিভিয়ে ফেলা হয়েছে। তবে এ ঘটনায় আটজন মারা গেছে। এদের মধ্যে দু’জন প্রাপ্ত বয়স্ক ও পাঁচজন শিশু রয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এরই মধ্যে এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। আগুনের সূত্রপাতের কারণ জানতে তদন্ত করা হচ্ছে।