ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নুরজাহান বেগম (২২) নামে এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক স্বামী মো. আসিফ।
শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর বকশি বাজার সড়কে এ ঘটনাটি ঘটে। ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় নুরজাহানকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী আসিফ জানান, তারা বংশাল মালিটোলা এলাকায় থাকেন। স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে বকশি বাজার এলাকার ঢাকা মেডিকেলের নতুন ভবনের পাশে সংলগ্ন প্রধান সড়কে সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের চালিত মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই ছিটকে রাস্তায় পরে যান। একপর্যায়ে ময়লার গাড়িটি তার স্ত্রীর মাথার ওপর যে চলে যায়। ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ বক্স (এএসআই) আবদুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।