প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৮ এবং জেএসসি ও জেডিসি পরীক্ষায় ‘উত্তীর্ণ জিপিএ-৫ পাওয়া ৭৬৪ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার পঞ্চগড় জেলার দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ ও উপজেলা শিক্ষা অফিস যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার। অন্যদের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা, দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারী বেগম, দেবীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ রবিউল ইসলাম।
পরে জিপিএ -৫ প্রাপ্তদের মাঝে অনুষ্ঠানের প্রধান ও অন্যান্য অতিথিরা বাংলা অভিধান , জ্যামিতি বক্স ও কলম পুরস্কার হিসেবে প্রদান করেন।