রণবীর সিংহ এবং কারিনা কাপুর খান এই দুই তারকার বন্ধুত্বের খবর বলি ইন্ডাস্ট্রিতে নতুন নয়। একে অপরের কাজের প্রশংসা, সমালোচনা দুইই করেন তাঁরা। সেই রণবীরকেই এ বার ‘বাবা’ বললেন করিনা!
শনিবার করিনার অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে একটি ছবি শেয়ার হয়েছে। সেই ছবিতে আলাদা আলাদা ভাবে রয়েছেন দু’জন। রণবীর সিংহ এবং তৈমুর আলি খান। দু’জনের পরনেই রয়েছে ট্র্যাকস্যুট। সেই ছবির ক্যাপশনে করিনা লিখেছেন, ‘বড় বাবা আর ছোট বাবাকে ট্র্যাকস্যুট পরে দারুণ লাগছে। আমি রণবীর আর তৈমুরকে এক সঙ্গে দেখতে চাই।’
কিন্তু রণবীরকে কেন ‘বাবা’ সম্বোধন ব্যবহার করেছেন, তার কোনও ব্যখ্যা দেননি করিনা। সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ তথা এই দুই তারকার অনুরাগীরা মনে করছেন, বন্ধুত্বের খাতিরেই মজা করে রণবীরকে ‘বাবা’ বলেছেন করিনা।