ওপার বাংলার জি বাংলা টিভির জনপ্রিয় সংগীত বিষয়ক রিয়েলিটি শো সারেগামাপা’য় গান গেয়ে পরিচিতি পেয়েছেন বাংলাদেশের তরুণ মইনুল আহসান নোবেল। প্রতিটি পর্বেই তার গান বিচারকদের মনেকে ছুঁয়ে গেছে। পেয়েছেন তাদের থেকে ভালো ভালো মন্তব্য। আর সোস্যাল মিডিয়ায় প্রতিটি গানই হয়েছে ভাইরাল। দর্শক মহলে বেশ সাড়া জাগিয়েছে গানগুলো। বর্তমানে দুই বাংলাতেই নোবেল তুমুল জনপ্রিয়।
সারেগামাপা’র প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই নতুন খবরের শিরোনাম হলেন নোবেল। নতুন খবর হচ্ছে কলকাতার একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সিনেমার নাম ‘ভিঞ্চি দা’। এটির পরিচালক সৃজিত মুখার্জী!
কলকাতার জনপ্রিয় গায়ক অনুপম রায় এই গানটি লিখেছেন। পাশাপাশি এর সুর ও সংগীত আয়োজন করেছেন করেছন অনুপম নিজেই। যদিও গানটি নিয়ে কোনো পক্ষই এখনই কিছু বলতে চাননি।
উল্লেখ্য, নোবেল বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডের জনপ্রিয় গানগুলো গেয়ে সবাইকে মুগ্ধ করেন। এছাড়াও হিন্দি গানেও দর্শক মজিয়েছেন এই তরুণ গায়ক।