নেলসনে রস টেলর ও হেনরি নিকোলাসের জোড়া সেঞ্চুরিতে গত মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচেও জয় পেয়েছে নিউজিল্যান্ড। একদিনের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার দিনেই নজির গড়েছেন রস টেলর। ওয়ানডে ক্রিকেটে নিজের ২০ নম্বর শতরান করে তিনি টপকে গেছেন শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলিকে।
মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩১ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন রস টেলর। টানা ছয়টি একদিনের ম্যাচে ৫০ বা তার বেশি রান করে নজির গড়লেন তিনি। শেষ ছয়টি একদিনের ম্যাচে টেলর করেছেন যথাক্রমে অপরাজিত ১৮১, ৮০, অপরাজিত ৮৬, ৫৪, ৯০ এবং ১৩৭। এর আগে টানা পাঁচটি একদিনের ম্যাচে ৫০ বা তার বেশি রান করেছিলেন শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলি। শচীন ১৯৯৪ সালে এই নজির গড়েছিলেন। আর ২০১২ সালে এই নজির গড়েছিলেন বিরাট কোহলি। মঙ্গলবার শচীন এবং বিরাটকে টপকে যান কিউয়ি ব্যাটসম্যান।
টানা ৬টি একদিনের ম্যাচে ৫০ বা তার বেশি রান করে রস টেলর ছুঁয়ে ফেলেন কেন উইলিয়ামসন, অ্যান্ড্রু জোনস (নিউ জিল্যান্ড), মোহম্মদ ইউসুফ (পাকিস্তান), গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ) এবং মার্ক ওয়াকে (অস্ট্রেলিয়া)। তবে একদিনের ক্রিকেটে টানা ৯টি ম্যাচে ৫০ বা তার বেশি রান করার রেকর্ড এখনও পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদের দখলে। ১৯৮৭ সালে এই নজির গড়েন তিনি।