ইয়াবাসহ গ্রেফতার হওয়া রাজধানীর মিরপুর মডেল থানার পুলিশ কনস্টেবল কবির হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৯ জানুয়ারি) ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বজলার রহমান কনস্টেবলকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আইনজীবী তাঁর জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।