দুই ম্যাচ হেরে নিজেদের প্রথম জয়ের খোঁজে তুলনামূলক দুর্বল রাজশাহী কিংসের মুখোমুখি হয়েছিল খুলনা টাইটানস।
কিন্তু এখানেও মেলেনি জয়। দুই ওপেনার পল স্টার্লিং ও জুনায়েদ সিদ্দিকী ব্যতীত পরের প্রায় সব ব্যাটসম্যানই ব্যর্থতার পরিচয় দিলে মাত্র ১১৭ রানে থামে খুলনার ইনিংস। যা তিন উইকেট হারিয়ে ৭ বল হাতে রেখেই করে ফেলেছে রাজশাহী কিংস। এর মাধ্যমে বাকি ছয় দল অন্তত একটি করে জয়ের দেখা পেলেও, এখনো পরাজয়ের বৃত্ত ভাঙতে পারেনি খুলনা।
তবু নিজ দলের ফলাফল নিয়ে চিন্তিত নন দলের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে। তিনি আশাবাদী একটি জয়ই বদলে দিতে পারে ম্যাচের চিত্রনাট্য। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহেলা বলেন, ‘এখনো ৯টা ম্যাচ বাকি, কাজেই আমি চিন্তিত নই। একটা জয়ই দলের মোমেন্টাম বদলে দিয়ে দলকে ছন্দে ফেরাতে পারে। টিম কম্বিনেশন নিয়ে আমি চিন্তিত নই, মনে হয় ঠিকই আছে। মাহমুদউল্লাহ রিয়াদের ফর্ম নিয়েও চিন্তা করছি না। তার সামর্থ্য রয়েছে ভালো খেলার। একটা জয়ই সব আবার ঠিক করে দিতে পারে।’
এ সময় প্রশ্ন ওঠে একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এতো কম রান ও বাউন্ডারির ব্যাপারে। উদাহরণস্বরুপ দাঁড় করানো হয় খুলনা-রাজশাহীর সবশেষ ম্যাচটিই। যেখানে দুই দল মিলে চল্লিশোর্ধ্ব ইনিংস হয়েছে মাত্র ২টি, ছক্কার মার ৩টি এবং চারও হয়েছে মাত্র ১৮টি। একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট জমানোর জন্য এত কম রান কিংবা বাউন্ডারি যথেষ্ট কি-না জানতে চাওয়া হলে দারুণ ক্রিকেটীয় ব্যাখ্যা দেন মাহেলা।
এ সময় রাজশাহী অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ব্যাটিংয়ের ধরণকে উদাহরণ হিসেবে দাঁড় করিয়ে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি শুধু চার-ছক্কার খেলা নয়। বুদ্ধির খেলা, কৌশলের খেলা, অঙ্কেরও খেলা। উইকেট যদি এমন হয় যে ব্যাটসম্যানরা দুইশ করে ফেলবেন, তাহলে তো বোলারদের কিছুই করার থাকবে না। এ উইকেটে বোলারদেরও করার মতো অনেক কিছুই আছে। এটা ব্যাটসম্যানদের সেভাবেই চ্যালেঞ্জ জানায়। এখানে রান করাও খুব কঠিন হয়। আজকেই যেমন মিরাজ দেখালো দেখেশুনে খেলেও রান করা সম্ভব।’