একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ ও নিরঙ্কুশ বিজয় এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দক্ষ সরকারকে পুঁজিবাজারের শীর্ষ সংগঠন, ডিএসই ডিবিএর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। মঙ্গলবার (৮ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতিধারা আগামী দিনে আরও বেশি সমৃদ্ধশালী ও বেগবান করার লক্ষ্যে আ হ ম মুস্তফা কামালকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়ায় ডিবিএর প্রতিনিধিসহ সব সদস্যরা গভীরভাবে অভিভূত।
অর্থমন্ত্রী দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখবেন বলে ডিবিএ প্রতিনিধিবৃন্দ আন্তরিকভাবে বিশ্বাস করে।