রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ন

বিবাহ বিচ্ছেদ হলেই মোবাইলে মেসেজ যাবে

একুশে নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯
  • ১৭৬ এই সময়
  • শেয়ার করুন

বিবাহ বিচ্ছেদ হলে টেক্সট মেসেজের মাধ্যমেই এ বার থেকে খবর পেয়ে যাবেন সৌদি আরবের মহিলারা। নিজেদের অজান্তেই বিয়ে পর্বের শেষ হল কি না, সেই বিষয়েই মহিলাদের কাছে নিশ্চিত খবর পৌঁছে দিতে সৌদি সরকারের তরফে নতুন এই আইন আনা হয়েছে।

রবিবার থেকেই কার্যকর হয়েছে নতুন এই আইন। বিগত কিছু দিন ধরেই গোপন বিবাহ বিচ্ছেদের খবর নজরে এসেছ সৌদি সরকারের। নারীকে তাঁর বৈবাহিক জীবন নিয়ে সম্পূর্ণরূপে অবগত রাখতেই এই আইন আনা হয়েছে সৌদি সরকারের তরফে।

নারীর অধিকার সুরক্ষিত করতে বিষয়টিতে আরও গুরুত্ব আরোপ করতে চাইছিলেন সৌদি রাজপুত্র মহম্মদ বিন সলমন। আর তার শুরুটাও গত বছর থেকেই করে দিয়েছিলেন তিনি। আিনি সংস্কারের পর সৌদি নারীরাও গাড়ি ড্রাইভ করতে পারেন।

সৌদির বিচারমন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে, ‘‘বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নোটিসও ইতিমধ্যে পাঠাতে শুরু করেছে সৌদি আরবের আদালতগুলি।’’ নারীর ম্যারিটাল স্টেটাস বা বৈবাহিক অবস্থান জানতে ওই ওয়েবসাইটেও নজর রাখতে পারেন বলেও জানা গিয়েছে বিচারমন্ত্রকের তরফে। আর সেই স্টেটাস দেখার পরে নিকটবর্তী আদালতে গিয়ে কাগজপত্রের জন্যও আবেদন জানাতে পারেন মহিলারা।

গ্লোবাল রাইটস গ্রুপ ইকোয়ালিটি নাও-এর এক কর্মী সৈয়দ আবু দায়েহর কথায়, ‘‘মহিলারা এ বার অন্ততপক্ষে ডিভোর্স হলে জানতে পারবেন।’’ তবে আর একটি প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন সৈয়দ আবু। তাঁর কথায়, ডিভোর্সের খবর জানতে পারা মানেই তিনি এবং তাঁর সন্তানরা ভরণপোষণের খরচা পাবেন, এমনটা নয়। সুতরাং তাঁরা কতটা সুরক্ষিত হলেন সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এই বিভাগের আরো খবর
ব্রেকিং:

দিনাজপুরে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হলো লিয়া

অল্পের জন্য শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র

রূপায়ণ গ্রুপে নিয়োগ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো

সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক: তথ্যমন্ত্রী

‘ইউক্রেনের আরও অঞ্চল অধিগ্রহণ করবে রাশিয়া’

হানিফ ফ্লাইওভারে মাইক্রোবাসে আগুন

কী হইছে দেশের যে পদত্যাগ করতে হবে, প্রশ্ন নানকের

বিএনপির রাজনীতি কবরস্থানে যাওয়ার সময় হয়েছে: কাদের