শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

৯ জন মন্ত্রির পেশা আইন

একুশে নিউজ
  • প্রকাশিত সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ৩:৫৬
  • ২২৪ এই সময়
  • শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ সদস্যের মন্ত্রিপরিষদে নতুন-পুরাতন মিলিয়ে ডাক পেয়েছেন দেশের ৯ আইনজীবী। এর মধ্যে ৬ জন পূর্ণ মন্ত্রী, ২ জন প্রতিমন্ত্রী ও একজন উপমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

সর্বোচ্চ আদালতের আইনজীবী থেকে নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া ৯ জনের বিষয়টি একুশে নিউজকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগ নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একেএম আমিন উদ্দিন।

তিনি জানান, ৯ আইনজীবীর মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করতে যাচ্ছেন আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী), আনিসুল হক (আইন মন্ত্রী), ডা. দীপু মনি (শিক্ষা মন্ত্রী), শ ম রেজাউল করিম (গণপূর্ত মন্ত্রী), নুরুল ইসলাম সুজন (রেলমন্ত্রী) ও নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্পমন্ত্রী)।

এছাড়া প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন জুনায়েদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী) এবং মাহবুব আলী (বিমান মন্ত্রী)। এছাড়া উপমন্ত্রী হতে যাচ্ছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা মন্ত্রী)।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এরই মধ্যে তাদের দফতরও বণ্টন করে দেয়া হয়েছে। সোমবার তাদের শপথ পড়ানো হবে। এরপর নিজ নিজ কর্মস্থলে কাজ শুরু করবেন তারা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বারের) সাবেক সম্পাদক ও আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। প্রথম এমপি হিসেবে নির্বাচিত হয়ে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পাচ্ছেন।

সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ নং (কসবা) আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। দশম জাতীয় সংসদেও তিনি আইনমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বারের) সাবেক আরেক সম্পাদক নুরুল ইসলাম সুজন পঞ্চগড়-২ আসন থেকে একটানা তিন বার সংদস্য সদস্য নির্বাচিত হন।

ডা. দীপু মনি চাঁদপুর-৩ (চাঁদপুর- হাইমচর) আসন থেকে নির্বাচিত হন। তিনিও বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। দশম সংসদে মন্ত্রিপরিষদে ঠাঁই না পেলেও নবম সংসদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

এছাড়াও বর্তমান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হককে একই মন্ত্রণালয়ের আগের দায়িত্বেই দেয়া হয়েছে।

অন্যদিকে, সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী অ্যাডভোকেট মাহবুব আলী হবিগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।

এছাড়া জুনায়েদ আহমেদ পলক নাটোর-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। যদিও তিনি এখন সরাসরি আইন পেশায় জড়িত নন।

পাশাপাশি সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম ৯ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। এবারই প্রথম এমপি হয়ে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।

শপথ নেয়ার জন্য ইতোমধ্যে তারা টেলিফোনে ডাক পেয়েছেন। আজ সোমবার (৭ জানুয়ারি) বঙ্গভবনে তারা শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।

এছাড়া এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদ সদস্য নির্বাচিত হন মোট ২৭ আইনজীবী।

তারা হলেন- নাটোর-৩ : জুনাইদ আহমেদ পলক, চাঁদপুর-৩ : ডা. দীপু মনি, পিরোজপুর-১ : শ ম রেজাউল করিম, পটুয়াখালী-১ : শাহজাহান মিয়া, টাঙ্গাইল-৮ : জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, বরগুনা-১: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ব্রাহ্মণবাড়িয়া-৪ : আনিসুল হক, ময়মনসিংহ-৬ : মোসলেম উদ্দিন, হবিগঞ্জ-২ : আবদুল মজিদ খান, হবিগঞ্জ-৩ : মো. আবু জাহির, হবিগঞ্জ-৪ : মাহবুব আলী, চট্টগ্রাম-৯ : মহিবুল হাসান চৌধুরী নওফেল, গাইবান্ধা-৫ : ফজলে রাব্বি মিয়া, কুমিল্লা-৫: আবদুল মতিন খসরু, পঞ্চগড়-২: নূরুল ইসলাম সুজন, মাগুরা-১: সাইফুজ্জামান শিখর, ঢাকা-২ : কামরুল ইসলাম, ঢাকা-১০ : শেখ ফজলে নূর তাপস, ঢাকা-১৮ : সাহারা খাতুন,

মুন্সিগঞ্জ-৩ : মৃণাল কান্তি দাস, রংপুর-৬ : শিরীন শারমিন চৌধুরী, গাজীপুর-১ : আ. ক. ম. মোজাম্মেল হক, বগুড়া-৩ : নুরুল ইসলাম তালুকদার, কিশোরগঞ্জ-৩: মুজিবুল হক চুন্নু, চট্টগ্রাম-৫: আনিসুল ইসলাম মাহমুদ, গাইবান্ধা-১: শামীম হায়দার পাটোয়ারী এবং সুনামগঞ্জ-৪ : পীর ফজলুর রহমান।

এই বিভাগের আরো খবর

ব্রেকিং:

আফগানিস্তানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পাকিস্তানের

১৭ জেলায় হতে পারে ৬০ কিমি বেগে ঝড়, সতর্ক সংকেত

সরকারি হাসপাতালগুলোতে আছে রাসেল’স ভাইপারের এন্টিভেনম

বৃষ্টি অব্যাহত থাকতে পারে, কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কা

শিক্ষকদের কর্মবিরতিতে অচল ৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয়

স্ত্রীকে ফেসবুক থেকে দূরে রাখা নিষ্ঠুরতার শামিল

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে এটিইউ

ধনী কর্মকর্তাদের সম্পদের উৎসের খোঁজ শুরু করছে দুদক

টি-২০ বিশ্বকাপে বিভিন্ন ক্ষেত্রে সেরার পুরস্কার পেলেন যারা

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মানতে হবে যেসব বিশেষ নির্দেশনা