প্রয়োজনে স্মার্টফোনে প্রতিদিনই ডাউনলোড করছেন অ্যাপ। এই অ্যাপগুলো প্রয়োজন অনুযায়ী আপনার কাছ থেকে নিচ্ছে নানা রকম তথ্য। এই যেমন আপনি কার সঙ্গে কি কথা বলছেন? কোথায় যাচ্ছেন? এসএমএসে কি লিখছেন? তার সবকিছুই দেখছে ফেসবুক।সম্প্রতি অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘পাঠাও’ এর বিরুদ্ধে ব্যবহারকারিদের গোপনীয় তথ্য নেয়ার অভিযোগ উঠেছে। কিন্তু জানেন কি ‘পাঠাও অ্যাপ’ আপনার কাছ থেকে কী তথ্য নিচ্ছে?
লোকেশন
এই মুহূর্তে আপনি কোথায় অবস্থান করছেন? জিপিএস এর মাধ্যমে এই অ্যাপ আপনার অবস্থান জানতে পারবে।
ফোন
আপনার স্মার্টফোনের অপারেটিং সিস্টেম, কনফিগারেশন, ব্র্যান্ড এর মত তথ্যগুলো জানতে পারবে।
স্টোরেজ
স্মার্টফোনের স্টোরেজে থাকা ছবি, ভিডিওসহ যে কোন ধরনের ফাইল দেখতে পারবে। চাইলে সেগুলো সম্পাদনা বা মুছে ফেলতে পারবে।
ক্যামেরা
আপনার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও তুলতে পারবে।
এসএমএস
প্রিয় বন্ধুকে আপনি কি এসএমএস লিখছেন? ব্যাংক থেকে এসেছে লেনদেনের তথ্য? এমন সব এসএমএসই পড়তে পারবে।
অন্যান্য
স্মার্টফোনে ব্যবহৃত ব্রাউজারের তথ্য সংগ্রহ করতে পারবে। কোন মোবাইল সংযোগ ও ইন্টারনেট ব্যবহার করছেন তাও জানতে পারবে পাঠাও অ্যাপ।
অ্যাপ ডেভলপাররা বলছেন, গুগল প্লে স্টোর থেকে যে কোন ধরনের অ্যাপ ইন্সটলের ক্ষেত্রে অ্যাপগুলো তথ্যের প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারির সম্মতি নেয়। অ্যাপটি ব্যবহারকারির কাছ থেকে কি কি তথ্য নিচ্ছে তার Permissions ট্যাবে বিস্তারিত ভাবে উল্লেখ থাকে।