ভারতের বিখ্যাত ক্রিকেট কোচ রমাকান্ত আচরেকার বুধবার মারা যান। যার কাছে থেকেই ক্রিকেটে হাতেখড়ি কিংবদন্তী শচিন টেন্ডুলকারের। গুরুর মৃত্যুতে শোকাচ্ছন্ন শচিন জানালেন, স্যারের উপস্থিতিতে সমৃদ্ধ হবে স্বর্গের ক্রিকেট।
কিংবদন্তী কোচ রমাকান্ত আচারেকার শুধু শচিনকেই নয়, তার হাতে তৈরি হয়েছেন আরো বড় বড় ক্রিকেটার। যার মধ্যে রয়েছেন বিনোদ কাম্বলিও। নিজ হাতে তৈরি করেছেন ভারতের অনেক কিংবদন্তিকে। শুধু খেলাধুলাই নয়, একজন ভালো মানুষ হওয়ার দীক্ষাও দিতেন এই ক্রিকেটগুরু। আর তাই মহান এই ক্রিকেট কোচের বিদায়ে শিস্য শচিন টুইটারে লেখেন,’আচারেকার স্যারের উপস্থিতিতে স্বর্গে সমৃদ্ধ হবে ক্রিকেট। ওনার অনেক ছাত্রের মতোই আমিও স্যারের অভিভাবকত্বে ক্রিকেটের এবিসিডি শিখেছি। আমার জীবনে ওনার অবদান শব্দে ব্যাখা করতে পারব না।’
লিটন মাস্টার আরো লেখেন‘আজ আমি যেখানে দাঁড়িয়ে তার ভিত্তিপ্রস্তরটা উনি গড়ে দিয়েছেন। গত মাসে আমি ওনার সঙ্গে দেখা করে সময় কাটিয়েছিলাম। ওনার কিছু ছাত্ররাও ছিল। পুরনো দিনের কথা মনে করে হাসাহাসিও করেছিলাম। আচারেকর স্যার আমাদের শিখিয়েছেন খেলার গুণ। সোজা ব্যাটে খেলার সঙ্গেই সোজা জীবনে চলতে বলেছিলেন। ধন্যবাদ স্যার আমাদের আপনার জীবনের অঙ্গ করে তোলার জন্য। আপনার কোচিংয়ে আমরা সমৃদ্ধ হয়েছি। দারুণ খেললেন স্যার। আপনি আরও কোচিং করুন।’