সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২০ অপরাহ্ন

প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির নী‌তি‌নির্ধারক‌দের বৈঠক

একুশে নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮
  • ১৬৮ এই সময়
  • শেয়ার করুন

সাক্ষাৎকার শে‌ষে একাদশ জাতীয় নির্বাচনে দলের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে বৈঠক করেছেন বিএনপির নী‌তি‌নির্ধারকরা। বৈঠকে প্রত্যেক আসন থেকে প্রাথমিকভাবে তিন জন করে সম্ভাব্য প্রার্থী ম‌নোনয়নপত্র জমা দেয়ার বিষয়ে একমত পোষণ করেছেন নেতারা।

জানা গেছে, আগামী দুই-এক দিনের মধ্যে এসব প্রার্থীদের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার বিষয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার রা‌তে বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্র জানায়, বৈঠ‌কে নেতারা গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া দলের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা পর্যালোচনা করেন। কোন প্রার্থীর জ‌য়ের ক্ষে‌ত্রে সম্ভাবনা কতোটুকু তা নিয়ে তারা মত দেন। একক প্রার্থীর তালিকা চূড়ান্ত করতে আরও একাধিক বৈঠক করবে নী‌তি‌নির্ধারকরা।

এছাড়াও বৈঠকে বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতি নিয়ে বিস্তা‌রিত আলোচনা করেন নেতারা। এর মধ্যে যশোর জেলা বিএনপির নেতা আবু বকর আবু হত্যার ঘটনার বিষয়ে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ দেওয়ার বিষয়ে আলোচনা করেন। এর সঙ্গে সম্প্রতি দলের মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতাকে আটক ও কারাগারে প্রেরণের বিষয়েও অভিযোগ জানাবে বিএনপি।

সূত্র জানায়, শুক্রবার থেকে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের শ‌রিক‌দের সঙ্গে আসন বন্টন নিয়ে বৈঠকে বস‌বেন দা‌য়িত্বপ্রাপ্ত দ‌লের তিন নী‌তি‌নির্ধারক। এ বিষ‌য়ে বৈঠ‌কে করণীয় ঠিক ক‌রেন নেতারা। বৈঠকে উপ‌স্থিত ছি‌লেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

এই বিভাগের আরো খবর
ব্রেকিং:

ভিসা নিষেধাজ্ঞা থাকলেও পাবেন ‘দলীয় মনোনয়ন’

যুক্তরাষ্ট্রের শুল্কে আটকা ৮০০ মিলিয়ন ডলারের বাণিজ্য

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলার সহকারী সচিব রেনা

নির্বাচনে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা

মার্কিন ভিসানীতিতে আমরা বিচলিত নই: বিদায়ী প্রধান বিচারপতি

বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম

ডেঙ্গুতে মৃত্যু ১৯, হাসপাতালে ভর্তি ৩০৩৩ জন

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হালনাগাদের পরামর্শ ইউজিসির

বৌদ্ধভিক্ষুর পোশাক পরা সাত বাংলাদেশি থাইল্যান্ডে গ্রেপ্তার

‘খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের কিছু করার নেই’