সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ অপরাহ্ন

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করবো: কাদের

একুশে নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮
  • ১১৮ এই সময়
  • শেয়ার করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভুল সংশোধন করে নতুনভাবে যাত্রা শুরু করবো। নতুন বছরে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো।’

সোমবার  সাড়ে ১১টায় নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ  উপজেলার বসুরহাট পৌরসভার রুপালী চত্বর এলাকায় নির্বাচন পরবর্তী সময়ে এলাকার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল সে জোয়ারের সোনালী ফসল হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের বিপুল বিজয়।  এ বিজয়ে উল্লসিত বা উচ্ছ্বসিত হওয়া যাবে না।’

নেতাকর্মীদের কোনও প্রকার বিজয় মিছিল বা আনন্দ উৎসব না করার নির্দেশ তিনি বলেন, ‘ধৈর্যের সঙ্গে সংযত ও সংযমী হয়ে বিজয়ের আনন্দ উদযাপন করতে হবে।  কারও সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। রাজনীতিতে যেমন জোয়ার আছে তেমন ভাটাও আছে। তাই এটাকে মনে রেখে ভবিষ্যতের দিকে এগোতে হবে। যেকোনও মূল্যে এ বিজয়কে সংযত ও সংহত করতে হবে ।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের দিন কোনও কোনও এলাকায় কিছু কিছু সমস্যা হয়েছে। কিন্তু এই এলাকায় কোনও ধরনের সংঘর্ষ বা সহিংসতা হয়নি। আমরা কাজ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। সেই ভুল সংশোধন করা আমরা এগিয়ে যাবো। অতীতের অনেক বেদনা থাকা সত্ত্বেও আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। প্রতিপক্ষের প্রতি প্রতিহিংসা দেখানো যাবে না। নেত্রীর যে মানসিকতা, মনোভাব ও নির্দেশনা তা নেতাকর্মীদের মেনে চলতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কবিরহাট আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক এবং কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ দলীয় নেতাকর্মীরা।

এই বিভাগের আরো খবর
ব্রেকিং:

ভিসা নিষেধাজ্ঞা থাকলেও পাবেন ‘দলীয় মনোনয়ন’

যুক্তরাষ্ট্রের শুল্কে আটকা ৮০০ মিলিয়ন ডলারের বাণিজ্য

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলার সহকারী সচিব রেনা

নির্বাচনে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা

মার্কিন ভিসানীতিতে আমরা বিচলিত নই: বিদায়ী প্রধান বিচারপতি

বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম

ডেঙ্গুতে মৃত্যু ১৯, হাসপাতালে ভর্তি ৩০৩৩ জন

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হালনাগাদের পরামর্শ ইউজিসির

বৌদ্ধভিক্ষুর পোশাক পরা সাত বাংলাদেশি থাইল্যান্ডে গ্রেপ্তার

‘খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের কিছু করার নেই’