২৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুরের শ্রীবরদীতে উপজেলার গোসাইপুর ইউনিয়নে ভোটারদের টাকা দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। গড়গড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত হান্নান মিয়া ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমিন জানান, স্থানীয় লোকজনের মধ্যে টাকা দেওয়া হচ্ছে- এমন খবর পেয়ে শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের গড়গড়িয়া গ্রামে গিয়ে ১৫ হাজার টাকাসহ হান্নান মিয়াকে হাতে-নাতে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে উদ্ধারকৃত টাকাগুলো যাচাই করে দেখা যায়, সেগুলো জাল টাকা।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাটি জেনেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।