সানজিদা খানম এমপি ও ড. আওলাদ হোসেনকে সঙ্গে নিয়ে দোলাইপাড়ের আমির টাওয়ারে প্রধান নির্বাচনী অফিসে স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা-৪ আসনের মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা।
গতকাল বিকালে অনুষ্ঠিত এ বৈঠকে বাবলা ভোটারদের মাঝে ভোটার স্লিপ পৌঁছেছে কিনা জানতে চান। বৈঠকে নির্বাচনের দিন পোলিং এজেন্টদের তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশনা দেন। নেতাদের উদ্দেশ্যে বাবলা বলেন, ভোট প্রতিটি নাগরিকের অধিকার। কোনো ভোটার যেন ভোট না দিয়ে ফিরে না যায়। কেন্দ্রের বাইরে আমাদের যারা এজেন্ট থাকবেন তারা ভোটারদের আইডি কার্ড নং এবং কেন্দ্রের ভিতরে কোন বুথে ভোট দেবেন সে বিষয়ে সহযোগিতা করবেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাবলাপত্নী সালমা হোসেন, কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, নাসির ভূইয়া, হাজী মাসুদ, মোহাম্মদ নাসিম, তোফাজ্জল হোসেন, তাজুল ইসলাম তাজু, মোবারক হোসেন, আকাশ ভৌমিক, ইব্রাহীম খলিল মারুফ প্রমুখ।