হোয়াটসঅ্যাপে অর্থিক লেনদেন আরও সহজ করতে নিজস্ব ‘ভার্চুয়াল কারেন্সি’ বা ‘ক্রিপ্টোকারেন্সি’ তৈরি করছে ফেসবুক। বিটকয়েনের মতো ফেসবুকের এই ‘ভার্চুয়াল কারেন্সি’র নাম হতে পারে ‘স্টেবলকয়েন’।
প্রাথমিক ভাবে ভারতের ডিজিটাল লেনদেনের বাজারে আসছে এই কারেন্সি। এর ফলে দেশের বাইরে থেকে ভারতীয়দের দেশে টাকা পাঠানো অনেকটাই সহজ হবে।
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘ফরেস্টার রিসার্চ’-এর তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতের প্রায় ৪৮ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। ২০২২ সালের মধ্যে যা বেড়ে ৭৩ কোটিতে পৌঁছতে পারে।
২০১৮ সালের মেথেকেই নিজস্ব ক্রিপ্টোকারেন্সি তৈরির কাজ শুরু করে দিয়েছে ফেসবুক। এ কাজের দায়িত্বে রয়েছেন ফেসবুক মেসেঞ্জারের প্রধান ডেভিড মার্কাস।
ফেসবুকের এই ‘ভার্চুয়াল কারেন্সি’র মূল্য ডলারের ভিত্তিতে নির্ধারিত হবে। নতুন ব্লকচেন প্রযুক্তির বহুমুখী ব্যবহারকে কাজে লাগিয়ে ‘ভার্চুয়াল কারেন্সি’র মাধ্যমে আর্থিক লেনদেনকে সুনিশ্চিত করতে চায় ফেসবুক।
তবে ডিজিটাল মুদ্রা ব্যবহারে নিরাপত্তার কারণে বিনিয়োগকারীরা ‘ভার্চুয়াল কারেন্সি’ ব্যবহারে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই বিটকয়েনের চেয়েও স্থিতিশীল ‘ভার্চুয়াল কারেন্সি’ তৈরির লক্ষ্যে গবেষণা চালাচ্ছে ফেসবুক।