শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

ঢাকায় আ. লীগ প্রার্থীদের মিছিল

একুশে নিউজ
  • প্রকাশিত সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১০:৩২
  • ১৬১ এই সময়
  • শেয়ার করুন

ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাদেক খান পক্ষে বড় মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে রাজধানীর রায়েরবাজার বেরীবাধ থেকে মিছিলটি বের করা হয়। এতে অসংখ্য নারী-পুরুষ অংশ নেন। মিছিলের সামনে ছিলেন সাদেক খান।

মিছিলে সাদেক খানের ছবি সংবলিত পোস্টার, ব্যানার, জাতীয় পতাকা হাতে দলীয় কর্মী ও সমর্থকদের দেখা যায়। পিকআপ ভ্যানে সাউন্ড বক্স ও বড় ব্যানার চোখে পড়ে। মিছিলে মোটরসাইকেলে করে শোডাউন দেন কামালের কর্মী-সমর্থকেরা।

মিছলটি বেড়িবাঁধ থেকে কলেজগেট হয়ে, কৃষিমার্কেট হয়ে শিয়া মসজিদ দিকে যায়। মিছিল চলাকালে সড়কে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। মিছিলের ফাঁকে ফাঁকে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি।

এই আসনের কয়েক জনার সাথে কথা বলেন জানা যায়, এত দিনের থেকে আজ কিন্তু বিপুলসংখ্যক মানুষ প্রথম দেখা গেল। মিছিলে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন বলেও দাবি করেন তাঁরা।

আসাদগেটে মিছিল দেখতে সড়কের পাশে অনেক মানুষ দাঁড়িয়েছিলেন। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী মালেক একুশে নিউজকে বলেন, ‘আমার দেখা এবারের নির্বাচনে ঢাকায় এটাই আনেক বড় মিছিল।’

ঢাকা-১২ আসনে আওয়ামী লীগ প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে বড় মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজার থেকে মিছিলটি বের করা হয়। এতে অসংখ্য নারী-পুরুষ অংশ নেন। মিছিলের সামনে ছিলেন আসাদুজ্জামান খান কামাল।

মিছিলে আসাদুজ্জামানের ছবি সংবলিত পোস্টার, ব্যানার, জাতীয় পতাকা হাতে দলীয় কর্মী ও সমর্থকদের দেখা যায়। পিকআপ ভ্যানে সাউন্ড বক্স ও বড় ব্যানার চোখে পড়ে। এ ছাড়া বিভিন্ন গাড়িতে বড় বড় নৌকা বহন করতে দেখা যায়। মিছিলে মোটরসাইকেলে করে শোডাউন দেন কামালের কর্মী-সমর্থকেরা।

মিছিলটি বিজয় সরণি থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর হয়ে মগবাজারের দিকে যায়। মিছিল চলাকালে সড়কে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। মিছিলের ফাঁকে ফাঁকে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি।

মিছিলে অংশ নেওয়া বেশ কয়েক জন আ. লীগ সমর্থক জানান, কাল (শুক্রবার) থেকে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ হয়ে যাবে। তাই আজ (বৃহস্পতিবার) তারা নৌকার পক্ষে মিছিলে অংশ নিয়েছেন।

এই আসনের কয়েক জন ভোটার বলেন, এত দিন ছোট ছোট মিছিল দেখা গেছে। কিন্তু এত বিপুলসংখ্যক মানুষ আজই প্রথম দেখা গেল। মিছিলে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন বলেও দাবি করেন তাঁরা।

কারওয়ান বাজারে মিছিল দেখতে সড়কের পাশে অনেক মানুষ দাঁড়িয়েছিলেন। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী মালেক একুশে নিউজকে বলেন, ‘আমার দেখা এবারের নির্বাচনে ঢাকায় এটাই সবচেয়ে বড় মিছিল।’

এই বিভাগের আরো খবর

ব্রেকিং:

আফগানিস্তানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পাকিস্তানের

১৭ জেলায় হতে পারে ৬০ কিমি বেগে ঝড়, সতর্ক সংকেত

সরকারি হাসপাতালগুলোতে আছে রাসেল’স ভাইপারের এন্টিভেনম

বৃষ্টি অব্যাহত থাকতে পারে, কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কা

শিক্ষকদের কর্মবিরতিতে অচল ৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয়

স্ত্রীকে ফেসবুক থেকে দূরে রাখা নিষ্ঠুরতার শামিল

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে এটিইউ

ধনী কর্মকর্তাদের সম্পদের উৎসের খোঁজ শুরু করছে দুদক

টি-২০ বিশ্বকাপে বিভিন্ন ক্ষেত্রে সেরার পুরস্কার পেলেন যারা

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মানতে হবে যেসব বিশেষ নির্দেশনা