জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনকে হত্যা করে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে বলে একটি টেলিফোন আলাপে তথ্য মিলেছে। টেলিফোন আলাপটি হাতে পাওয়ার পর, কামাল হোসেনের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। খবর একাত্তর টিভির।
আজ সকাল নয়টার পরপর গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সাথে সাথে শওকত নামে সিলেটের স্থানীয় রাজনীতিবিদের এক আলাপ থেকে জানা যায়, শেষ চেষ্টা হিসাবে লন্ডনে এই হত্যা পরিকল্পনা করা হয়েছে।
টেলিফোনে মোস্তফা মহসিন মন্টুকে শওকত বলেন, ‘আমি একটা ইম্পর্ট্যান্ট খবর দেওয়ার জন্য আপনাকে ফোন করলাম। আপনি ড. কামাল হোসেনকে যে কোনো ভাবে কোনো নিরাপত্তা হেফাজতে নিয়ে যান। উনার উপরে এটেম্প আছেন। … আমি এটা লন্ডন থেকে খবর পেয়েছি। … ‘