রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ন

কলিন্দ্রেসের বড়দিন

একুশে নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮
  • ১৪০ এই সময়
  • শেয়ার করুন

পরিবার পরিজনের সঙ্গে মজা করে বড় দিনের ছুটি কাটান খেলোয়াড়েরা। বিশ্ব ফুটবলের সঙ্গে বাংলাদেশের ফুটবলকে মেলানো যায় না বলেই এই সময়টায় কোনো বিরতি নেই। আগামীকাল বছরের সবচেয়ে বড় উৎসব বিদেশি ফুটবলাররা যে যার মতো করেই পালন করেন। তবে বাংলাদেশে আসা অন্য বিদেশিদের তুলনায় খেলায় যেমন ব্যতিক্রম, উৎসব উদ্‌যাপনেও নিজেকে ব্যতিক্রম প্রমাণ করছেন ড্যানিয়েল কলিন্দ্রেস।

বিজয়ের মাসে ঢাকায় এখন চলছে স্বাধীনতা কাপ ফুটবল। বুধবার টুর্নামেন্টের ফাইনালে মাঠে নামবে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র। দুই দলে বিদেশি কোচ ও ফুটবলার নিয়ে সংখ্যাটা নেহাতই কম নয়। পরের দিন খেলা খেলা থাকলে ক্রিসমাস নিয়ে অত কিছু কি আর ভাবার সময় আছে খেলোয়াড়দের। সব উৎসব তো ওই ফাইনালের শিরোপা জয়ের পরের জন্য রাখা।

বাংলাদেশের ফুটবলে এখন বড় নাম কলিন্দ্রেস। কোস্টারিকার জার্সিতে রাশিয়া বিশ্বকাপ খেলা এই তারকা বসুন্ধরা কিংসের হয়ে এখন ঢাকা মাতাচ্ছেন। ফাইনাল ম্যাচ থাকায় আর দেশে ফেরা হয়নি তাঁর। ঢাকায় সস্ত্রীক ক্রিসমাস পালন করবেন বিশ্বকাপ খেলা এই তারকা। বিশ্বকাপের তারকা, নতুন এক দেশে এসে খুব ধুমধাম করে পালন করবেন ক্রিসমাস—এমনটাই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু দিনটি পালন উপলক্ষে তিনি যা জানিয়েছেন, তাতে একটু হলেও অবাক হতেই হয়। ব্যক্তিগত গাড়ির চালক ও এক বালক সমর্থককে ঘিরেই তাঁর ক্রিসমাস পরিকল্পনা।

কলিন্দ্রেস জানিয়েছেন, ‘আজ রাতে স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত ডিনার পার্টি আছে। মঙ্গলবার আছে অনুশীলন। দলীয় অনুশীলন শেষে স্ত্রীর সঙ্গে বাসায় সময় কাটাব। আমরা বিশ্বাস করি ক্রিসমাস দিনের সবচেয়ে বড় উদ্‌যাপন হতে পারে কাছের মানুষদের পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় উপহার দেওয়া। তাই ব্যক্তিগত গাড়ির চালকের জন্য কিছু কেনা কেটা করেছি। যে আমাদের প্রতিদিন সাহায্য করে থাকে। গরিব এক বালক ছেলের জন্য কিছু উপহার কিনেছি। এই ছেলেটা বসুন্ধরার প্রতিটি ম্যাচেই মাঠে উপস্থিত থাকে। এ ছাড়া ঢাকায় থাকা বন্ধুর জন্য কিনেছি কিছু উপহার।’

এই বিভাগের আরো খবর
ব্রেকিং:

দিনাজপুরে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হলো লিয়া

অল্পের জন্য শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র

রূপায়ণ গ্রুপে নিয়োগ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো

সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক: তথ্যমন্ত্রী

‘ইউক্রেনের আরও অঞ্চল অধিগ্রহণ করবে রাশিয়া’

হানিফ ফ্লাইওভারে মাইক্রোবাসে আগুন

কী হইছে দেশের যে পদত্যাগ করতে হবে, প্রশ্ন নানকের

বিএনপির রাজনীতি কবরস্থানে যাওয়ার সময় হয়েছে: কাদের