ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হলো গত শনিবার থেকে। ভর্তি বিজ্ঞপ্তি আহ্বানের পর মোট তিনটি বিষয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত হচ্ছেন ৬ হাজার ৯শ ৬৭ জন শিক্ষার্থী।
মোট তিন বিভাগে ৯০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতি আসনের বিপরীতে ৭৭.৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রমতে, শনিবার বেলা ১১টায় নেত্রকোণা সরকারি কলেজ (রোল-১০০০১ থেকে ১৪১৮৩), নেত্রকোণা সরকারি মহিলা কলেজ (রোল-১১৬০২ থেকে ১২৬০১), আবু আব্বাছ ডিগ্রি কলেজে (১২৬০২ থেকে ১৩৬০১) এবং আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে (রোল-১৩৬০২ থেকে ১৪১০১) কলা অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে সাড়ে ১২টায়।