মার্কিন সরকার শনিবার থেকেই ক্রিসমাস সময়ের কার্যক্রম বন্ধ করে দেয়া শুরু করেছে। কেন্দ্রীয় ব্যয় বিল পাস বা মেক্সিকো সীমান্তে একটি দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি করা অর্থ ছাড় না করেই কংগ্রেস মুলতবি ঘোষণা করায় তাদের বন্ধের এ কাজ শুরু করতে হলো। খবর এএফপি’র।
হোয়াইট হাউস কর্মকর্তা এবং উভয় পক্ষের কংগ্রেস নেতাদের মধ্যে ক্যাপিটল হিলে শেষ মুহূর্তের আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও শুক্রবার দিবাগত মধ্যরাতের পরপরই বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যায়।