রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি জিতে দেশকে বড়দিনের উপহার দিতে চান

একুশে নিউজ
  • প্রকাশিত সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ১১:৫৬
  • ১৭৫ এই সময়
  • শেয়ার করুন

 টেস্ট সিরিজে ২-০তে হারার পর ওয়ানডে সিরিজ খুইয়েছে ২-১ ব্যবধানে। সবশেষ নিজেদের সেরা ফরম্যাট তথা টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের উড়িয়ে দিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলো তারা।

কিন্তু মিরপুরে ফিরে সিরিজের দ্বিতীয় ম্যাচে উল্টো বাংলাদেশি ব্যাটসম্যানদের ঝড়ে ফিরে এসেছে সমতা। বাংলাদেশ থেকে ভালো কিছু নিয়ে ফিরতে শনিবার সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে।

এ সিরিজ শুরুর আগে ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট জানিয়েছিলেন অন্তত টি-টোয়েন্টিতে জিতে দেশের মানুষকে বড়দিনের উপহার দিতে চান তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচটি হারায় কাজটি হয়ে পড়েছে বেশ কঠিন। তবে হাল ছাড়তে রাজি নয় ক্যারিবীয়রা।

ম্যাচের আগেরদিন শুক্রবার কঠোর অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ক্যারিবীয় পেস বোলিং অলরাউন্ডার কেমো পল। তিনি জানান শেষ ম্যাচটি জেতা সহজ হবে না। তবে সফরটা ভালোভাবে শেষ করতে নিজেদের ১১০ ভাগ দিয়ে মাঠে লড়বেন তারা।

কেমো পল বলেন, ‘এ সফরটা আমাদের জন্য বেশ কঠিন হলো। আমরা ওয়ানডে সিরিজটা হেরেছি। তবে টি-টোয়েন্টি সিরিজে এখনো আমাদের সুযোগ আছে। এখন মূল কাজ হলো মাঠে গিয়ে নিজেদের কাজ করা এবং সিরিজ জিতে নেয়া। আমরা যদি জিততে চাই তবে আমাদের ১১০ ভাগ দিয়ে খেলতে হবে।’

সিলেটে সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজ পেসারদের বিপক্ষে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। অলআউট হয়েছিল মাত্র ১২৯ রানে। সেই একই ব্যাটসম্যানরা ঢাকায় ফিরে উড়িয়ে মেরেছেন সেই একই বোলারদের, বোর্ডে জমা করেছে ২১১ রানের বিশাল সংগ্রহ।

দুই ম্যাচের এমন চিত্র দেখে ক্যারিবীয়ান অলরাউন্ডারও মেনে নিয়েছেন দুই মাঠের উইকেটে রয়েছে আকাশ-পাতাল তফাত। তিনি বলেন, ‘এখানে ঢাকার উইকেটটা পুরোপুরি ভিন্ন। তবে আমরা আমাদের পরিকল্পনা গুছিয়ে ফেলেছি। শেষ ম্যাচ খেলতে নামার আগে আমরা আত্মবিশ্বাসী।’

সেই পরিকল্পনাটা কি? কেমো পল জবাব দেন, ‘দেখুন আমাদের প্রধান শক্তিই হলো পেস বোলিং ডিপার্টমেন্ট। আমরা সেটিই চালিয়ে নেবো।’

এই বিভাগের আরো খবর

ব্রেকিং:

কাউন্সিলের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন হতে পারে

বাজারে বাহারি সবজিতে মিলছে না স্বস্তি

ভবনে থাকেন বিএনপি নেতা, পার্কিংয়ে মিলল এস আলমের গাড়ি

পদত্যাগ করল আউয়াল কমিশন

এক যুগ পর বিসিবি সভাপতির পদ ছাড়লেন পাপন

শিক্ষার্থীরা এ দেশকে পুনর্জন্ম দিয়েছে: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের শপথ আজ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতে গড়াবে, সেটি কেউ ভাবেনি: জয়

আলোচনায় বসতে চায় আওয়ামী লীগ: জয়