ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাজিদ আনোয়ারের নেতৃত্বে আজ বেলা সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাজধানীর নির্বাচন কমিশনের সন্নিকটে শেরে বাংলা নগর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে স্থাপিত ১৫০টি অস্থায়ী সেমিপাকা, টিনশেড দোকান, শেডসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৫ হাজার বর্গফুট এলাকা অবৈধ দখল হতে উদ্ধার করা হয়।
অবৈধ স্থাপনা উচ্ছেদকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ৫) মীর নাহিদ আহসান উপস্থিত ছিলেন। ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।