ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিদ্যালয় পরিদর্শন ব্যবস্থায় ই-মনিটরিং স্কুল সিস্টেম প্রবর্তন করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল হোসেন বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামালের সভাপত্বিতে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল মান্নান ও সেইভ দ্যা চিলড্রেন লাদেশের সেক্টর ডিরেক্টর এডুকেশন মিস বুসরা জুলফিকার।
সচিব বলেন, বর্তমান সরকারের একটি যুগোপযোগী পদক্ষেপ ই-মনিটরিং। এর মাধ্যমে সফটওয়্যার টুলস ব্যবহার করে বিদ্যালয় পরিদর্শন করা হবে। এ টুলস এন্ড্রয়েড এপ্লিকেশন হিসাবে গুগল প্লে-স্টোরে পাওয়া যাবে। এ ব্যবস্থা সফলভাবে বাস্তবায়ন ও সুবিধার জন্য তিন হাজার ৭২০টি ট্যাবলেট (ইলেকট্রিক ডিভাইজ) ইতোমধ্যে মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, মানসম্মত শিক্ষা বাস্তবায়নে ই-মনিটরিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা স্মার্টফোন বা ট্যাব ব্যবহার করে বিদ্যালয় পর্যাবেক্ষণের তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করতে পারবে।
উল্লেখ্য, ই-মনিটরিং ব্যবস্থায় স্কুলের কর্মদক্ষতা অগ্রগতি ট্রাকিংয়ের মাধ্যমে তথ্য ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করবে।