রোববার সন্ধ্যায় বড় মগবাজারের একটি ফ্ল্যাট থেকে নিপা নামে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয় বলে হাতিরঝিল থানার উপ পরিদর্শক সুলতান মাহমুদ জানিয়েছেন। নিপা আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। বিআইডাব্লুটিএ উপ পরিচালক মোবারক হোসেনের বাসায় কাজ করত এই কিশোরী।
এসআই সুলতান মাহমুদ একুশে নিউজকে বলেন, দুপুরে বাথরুম পরিষ্কার এবং গোসলের জন্য ঢুকেছিল নিপা। দীর্ঘসময় না বের হওয়ায় এবং কোনো সাড়াশব্দ না পেয়ে বাসার লোকজন দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পায়। কাপড় রাখার হ্যাংগারে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয় তারা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
প্রায় সাত বছর ধরে নিপা ওই বাড়িতে কাজ করছিল জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, সে মানসিকভাবে অসুস্থ ছিল বলে ওই পরিবারের লোকজন জানিয়েছে। নিপার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানান এসআই সুলতার। তিনি বলেন, ধারণা করা হচ্ছে নিপা আত্মহত্যা করেছে। এরপরেও মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।