আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) পরবর্তী প্রিলিমিনারি পরীক্ষার ফরম ফিলাপের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
বৃহস্পতিবার বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম (জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
একইসঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের উপযুক্ত সকল প্রার্থীকেই ফরম ফিলাপের জন্য পর্যাপ্ত সময় দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করা হয়।