শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন

রাত পোহালেই নার্সিং ভর্তি পরীক্ষা

একুশে নিউজ
  • প্রকাশিত সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ৩:৩৭
  • ১৯৫ এই সময়
  • শেয়ার করুন

এমবিবিএস কোর্সের মতো দেশে প্রথমবারের মতো সরকারি-বেসরকারি পর্যায়ের সব নার্সিং কলেজ ও ইনস্টিটিউটে বিভিন্ন কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা একযোগে শুক্রবার অনুষ্ঠিত হবে। দেশের আটটি বিভাগীয় শহরের মোট ২৫ কেন্দ্রে এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে পরীক্ষা হবে।

সেবা ও মিডওয়াইফারি অধিদফতরের দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে জানা গেছে, বিএসসি নার্সিং, ডিপ্লোমা-ইন-নার্সিং, সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা-ইন-মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষায় মোট ৫২ হাজার ২৯৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট আবেদনকারীর মধ্যে বিএসসি নার্সিংয়ে ১৪ হাজার ১৬৩ জন, ডিপ্লোমা-ইন-নার্সিং, সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ২৯ হাজার ৯৯৩ জন এবং ডিপ্লোমা-ইন-মিডওয়াইফারিতে ৮ হাজার ১৩৭ জন আবেদন করেন।

গত ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে ১১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়।

বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম বলেন, এই প্রথম দেশের সব সরকারি-বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানে এমবিবিএসের মতো একইদিনে একযোগে সব নার্সিং কোর্সের ভর্তি পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সরকারি-বেসরকারি উভয় নার্সিং প্রতিষ্ঠানে যেন মেধাবীরা ভর্তির সুযোগ পান সে লক্ষ্যেই একইদিনে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ভর্তি পরীক্ষা সুষ্টুভাবে সম্পাদন হচ্ছে কিনা তা সরেজমিন দেখতে মন্ত্রণালয় ও সেবা অধিদফতরসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে পরিদর্শক দল গঠন করা হয়। পরিদর্শক টিমের সদস্যরা ৮টি বিভাগীয় শহরের ২৫টি কেন্দ্র সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন পেশ করবেন।

এই বিভাগের আরো খবর

ব্রেকিং:

আফগানিস্তানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পাকিস্তানের

১৭ জেলায় হতে পারে ৬০ কিমি বেগে ঝড়, সতর্ক সংকেত

সরকারি হাসপাতালগুলোতে আছে রাসেল’স ভাইপারের এন্টিভেনম

বৃষ্টি অব্যাহত থাকতে পারে, কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কা

শিক্ষকদের কর্মবিরতিতে অচল ৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয়

স্ত্রীকে ফেসবুক থেকে দূরে রাখা নিষ্ঠুরতার শামিল

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে এটিইউ

ধনী কর্মকর্তাদের সম্পদের উৎসের খোঁজ শুরু করছে দুদক

টি-২০ বিশ্বকাপে বিভিন্ন ক্ষেত্রে সেরার পুরস্কার পেলেন যারা

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মানতে হবে যেসব বিশেষ নির্দেশনা