তৃতীয় দিন শেষে মনে হচ্ছিলো কিউইদের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেবে পাকিস্তান। কিন্তু তা হতে দেননি কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন এবং হেনরি নিকলস। চতুর্থ দিনে ম্যাচের দখল পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিয়েছে নিউজিল্যান্ড।
চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৭২ রান। দ্বিতীয় ইনিংসে তাদের লিড গিয়ে দাঁড়িয়েছে ১৯৮ রানে। অধিনায়ক উইলিয়ামসন ১৩৯ ও নিকলস ৯০ রানে অপরাজিত রয়েছেন।
এরপরের গল্পটা পুরোটাই উইলিয়ামসন ও নিকলসের ব্যাটে লেখা। প্রথম সেশন থেকে শুরু করে দুজন অবিচ্ছিন্নভাবে খেলেছেন একদম দিনের শেষপর্যন্ত। দুজনের জুটিতে ২১২ রান এসেছে প্রায় ৮০ ওভার ব্যাটিং করে।
ক্যারিয়ারের ১৯তম টেস্ট সেঞ্চুরি করে উইলিয়ামসন অপরাজিত রয়েছেন ১৩৯ রান করে। ২৮২ বলের এ ইনিংসে ১৩টি চার মেরেছেন তিনি। অন্যদিকে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির অপেক্ষায় থাকা নিকলস ৯০ রান করতেই খেলেছেন ২৪৩টি বল।