শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন

সিনিয়র বুশকে বিশ্বনেতাদের শেষ শ্রদ্ধা

একুশে নিউজ
  • প্রকাশিত সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ২:২১
  • ২০৯ এই সময়
  • শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে তার এ শেষ যাত্রায় সমবেত হয়েছিলেন বিশ্বনেতারা। যুক্তরাষ্ট্রের সব জীবিত সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট সেখানে এই প্রয়াত সাবেক প্রেসিডেন্টকে শেষ শ্রদ্ধা জানান।

সিনিয়র বুশের ছেলে, যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, স্ত্রী লরা বুশ, তার দুই মেয়ে জেনা এবং বারবারা, ভাই জেব বুশসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে ক্যাথেড্রালে যান। রাষ্ট্রীয় মর্যাদায় সেখানে পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়।

শুধু আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ওই অনুষ্ঠানে জর্জ ডব্লিউ বুশ নিজের বাবাকে ‘একজন আদর্শ মানুষ এবং সেরা বাবা’ বলে অভিহিত করেছেন। বলেন, বাবা তাকে শিখিয়েছিলেন জনসেবা একটি আদর্শ এবং জরুরি কাজ ।

সিনিয়র বুশের প্রতি শেষ শ্রদ্ধার বক্তব্যে তিনি বলেন, ‘ব্যর্থতা যে পরিপূর্ণ জীবনযাপনের একটি অংশ, তা তিনি মেনে নিয়েছিলেন। কিন্তু এটাও আমাদের শিখিয়েছিলেন যেন কখনোই আমরা সেই ব্যর্থতাকে নিজেদের পরিচায়ক মনে না করি। তিনি দেখিয়েছিলেন কীভাবে হারকে জীবনের শক্তি বানানো যায়।’ বাবাও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তীতে বাবার জীবদ্দশায় নিজেও প্রেসিডেন্ট হন। সেই বাবা এইচ ডব্লিউ বুশের শেষ কৃত্য অনুষ্ঠানে এসে, বক্তব্যের শেষ পর্যায়ে আবেগে কণ্ঠ ভেঙে পড়ে বুশ জুনিয়রের। সে সময় অতিথিরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট জর্জ হিউবার্ট ওয়াকার বুশকে টেক্সাসে নিজ বাড়ির কাছে পারিবারিক সমাধিতে স্ত্রী বারবারা বুশের পাশে সমাহিত করা হবে। শুক্রবার টেক্সাসের হিউস্টনে নিজের বাড়িতে ৯৪ বছর বয়সে মারা যান জর্জ এইচ ডব্লিউ বুশ। বুধবার প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট বুশের স্মরণে জাতীয় শোক এবং জাতীয় পতাকা আগামী ৩০দিন অর্ধনমিত রাখার ঘোষণা করেছেন ট্রাম্প।

এই বিভাগের আরো খবর

ব্রেকিং:

আফগানিস্তানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পাকিস্তানের

১৭ জেলায় হতে পারে ৬০ কিমি বেগে ঝড়, সতর্ক সংকেত

সরকারি হাসপাতালগুলোতে আছে রাসেল’স ভাইপারের এন্টিভেনম

বৃষ্টি অব্যাহত থাকতে পারে, কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কা

শিক্ষকদের কর্মবিরতিতে অচল ৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয়

স্ত্রীকে ফেসবুক থেকে দূরে রাখা নিষ্ঠুরতার শামিল

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে এটিইউ

ধনী কর্মকর্তাদের সম্পদের উৎসের খোঁজ শুরু করছে দুদক

টি-২০ বিশ্বকাপে বিভিন্ন ক্ষেত্রে সেরার পুরস্কার পেলেন যারা

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মানতে হবে যেসব বিশেষ নির্দেশনা