শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

মোদির নতুন মন্ত্রীসভায় থাকছেন যারা, তালিকা প্রকাশ

আনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : ৯ জুন, ২০২৪, ৫:১১
  • ৪২ এই সময়
  • শেয়ার করুন

তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ রবিবার (৯ জুন) শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এদিন তার সঙ্গে শপথ নেবে তার নতুন মন্ত্রীসভাও।

সাবেক কংগ্রেস নেতা জওহর লাল নেহরুর পর মোদি দ্বিতীয় ভারতীয় হিসেবে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার অন্যান্য কীর্তি গড়তে যাচ্ছেন।

মোদি আগের দুইবার বিজেপিকে নিয়ে একক ভাবে সরকার গঠন করলেও এবার তাকে ‘এনডিএ’-কে নিয়ে জোট সরকার গঠন করতে হচ্ছে। তার জোটের প্রধান দুই দল হলো তেলেগু দেশাম পার্টি (টিডিপি) এবং বিহারের জনতা দল (ইউনাইটেড)। দলগুলো সদ্যই শেষ হওয়া লোকসভার নির্বাচনে যথাক্রমে ১৬ এবং ১২টি আসনে জয় পেয়েছে। যা মোদিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানাতে বড় ভূমিকা রেখেছে। ফলে শরিক দলগুলোকে মন্ত্রীসভায় জায়গা দিতে হচ্ছে তাকে।

কে কে জায়গা পাচ্ছেন নতুন মন্ত্রীসভায়?

বিজেপি নেতা অমিত শাহ এবং রাজনাথ সিং নতুন মন্ত্রীসভায় থাকছেন এটি নিশ্চিত। এছাড়া শিভরাজ সিং চৌহান, বসভরাজ বোম্মাই, সর্বনানন্দ সোনোওয়াল, মনোহর লাল খাত্তারের মতো সাবেক মুখ্যমন্ত্রীরাও মন্ত্রীসভায় জায়গা পেতে পারেন।

অপরদিকে জোটদলগুলোর মধ্যে টিডিপির রাম মোহন নাইডু, লালন সিং, সঞ্জয় ঝা, জেডি (ইউ)-এর রামনাথ ঠাকুর এবং লোক সংস্কৃতি পার্টির চিরাগ পাসওয়ানও মন্ত্রীসভার অংশ হতে পারেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস একটি তালিকা প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এসব নেতাকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের সবাই মন্ত্রী হবেন।

মোদির সঙ্গে বৈঠকের জন্য যেসব সংসদ সদস্যের কাছে ফোন গেছে, তারা হলেন: রাজনাথ সিং- বিজেপি, নীতিন গড়করি- বিজেপি, অর্জুন রাম মেঘওয়াল- বিজেপি, চিরাগ পাসওয়ান- এলজেপি, এইচডি কুমারস্বামী- জেডি (এস), সর্বানন্দ সোনোয়াল- বিজেপি, প্রহ্লাদ জোশি- বিজেপি, শিবরাজ সিং চৌহান- বিজেপি, চন্দ্রশেখর পেমমাসানি- টিডিপি, রাম মোহন নাইডু কিঞ্জরাপু- টিডিপি, রামনাথ ঠাকুর- জেডি (ইউ), লালন সিং- জেডি (ইউ), প্রতাপ রাও যাদব- শিবসেনা, কে আন্নামালাই- বিজেপি, অমিত শাহ- বিজেপি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া- বিজেপি, এমএল খট্টর- বিজেপি, চন্দ্রশেখর চৌধুরি- এজেএসইউ, জয়ন্ত চৌধুরি- আরজেডি, মনসুখ মান্ডাভিয়া- বিজেপি, অশ্বিনী বৈষ্ণব- বিজেপি, পিযূষ গোয়েল- বিজেপি, কিরেণ রিজিজু- বিজেপি, রক্ষা খাডসে- বিজেপি, কমলজিৎ সেহরাওয়াত- বিজেপি, রাও ইন্দ্রজিৎ সিং- বিজেপি, রামদাস আটওয়ালে- রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, জিতন রাম মাঞ্জি- হিন্দুস্তানি আওয়াম মোর্চা, গিরিরাজ সিং- বিজেপি, বান্দি সঞ্জয়- বিজেপি, সুরেশ গোপী- বিজেপি, জি কিষাণ রেড্ডি- বিজেপি, শোভা করন্দলাজে- বিজেপি, হর্ষ মালহোত্রা- বিজেপি, এস জয়শঙ্কর- বিজেপি, অন্নপূর্ণা দেবি- বিজেপি, অজয় তমতা- বিজেপি, মনসুখ মান্ডাভিয়া- বিজেপি, হরদীপ সিং পুরি- বিজেপি, অনুপ্রিয়া প্যাটেল- আপন দল (সোনিলাল), হর্ষ মালহোত্রা- বিজেপি, ভগীরথ চৌধুরি- বিজেপি, রবনীত সিং বিট্টু- বিজেপি, বিএল ভার্মা- বিজেপি, জিতিন প্রসাদ- বিজেপি, পঙ্কজ চৌধুরি- বিজেপি এবং সি আর পাতিল- বিজেপি।

 

এই বিভাগের আরো খবর

ব্রেকিং:

আফগানিস্তানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পাকিস্তানের

১৭ জেলায় হতে পারে ৬০ কিমি বেগে ঝড়, সতর্ক সংকেত

সরকারি হাসপাতালগুলোতে আছে রাসেল’স ভাইপারের এন্টিভেনম

বৃষ্টি অব্যাহত থাকতে পারে, কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কা

শিক্ষকদের কর্মবিরতিতে অচল ৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয়

স্ত্রীকে ফেসবুক থেকে দূরে রাখা নিষ্ঠুরতার শামিল

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে এটিইউ

ধনী কর্মকর্তাদের সম্পদের উৎসের খোঁজ শুরু করছে দুদক

টি-২০ বিশ্বকাপে বিভিন্ন ক্ষেত্রে সেরার পুরস্কার পেলেন যারা

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মানতে হবে যেসব বিশেষ নির্দেশনা