শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন

মুস্তাফিজের খরুচে বোলিং নিয়ে চিন্তিত নন শান্ত

আনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : ২২ মে, ২০২৪, ৮:৪৯
  • ৮৪ এই সময়
  • শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতা। যা সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের পর গতকাল (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের মাটিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও দেখা গেছে। তবুও বোলারদের কল্যাণেই সাম্প্রতিক সময়ে অল্প রান করেও জয়ের নজির দেখিয়েছে টাইগাররা। কিন্তু গতকাল আর তেমনটা হয়নি। বাংলাদেশের করা ১৫৩ রান যুক্তরাষ্ট্র পেরিয়ে গেছে ৩ বল এবং ৫ উইকেট হাতে রেখেই।

এমন ছোট পুঁজির ম্যাচেও বেশ খরুচে ছিলেন বাঁ–হাতি পেসার মুস্তাফিজুর রহমান। সাম্প্রতিক সময়ে আইপিএলে সুনাম কুড়ানো এই পেসার রান খরচেও কার্পণ্য করছেন না। দলের হয়ে ব্রেকথ্রু এনে দিলেও তার রান বিলিয়ে দেওয়ার ঘটনা নিশ্চয়ই টাইগারদের জন্য উদ্বেগের। স্বাগতিক যুক্তরাষ্ট্রের দুই টপ অর্ডারকে আউট করলেও ৪ ওভারে গতকাল ফিজ ৪১ রান দিয়েছেন। যা বাংলাদেশের হয়ে সবচেয়ে খারাপ ইকোনমিক্যাল বোলিং।

ফিজের খরুচে বোলিং নিয়ে ম্যাচের পর সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র কাছে। জবাবে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে এমনটা হতেই পারে। আমরা আমাদের প্ল্যান কাজে লাগাতে পারিনি। আমরা সবাই জানি মুস্তাফিজ কতটা ভালো। আমরা মুস্তাফিজের বোলিং নিয়ে চিন্তিত নই। আমাদের পরের ম্যাচে দল হিসেবে খেলতে হবে।’

বোলিংয়ের সময় মাঠে বাতাসের প্রভাব ছিল বলেও জানান শান্ত, ‘হ্যাঁ (বাতাস) অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা যখন আসি তখনই দেখেছি বেশ বাতাস রয়েছে, যা ম্যাচে প্রভাব ফেলবে। আমরা সবাই তা দেখেছি। আমরা সবাই এটা জেনেই চেষ্টা করেছি প্ল্যান কাজে লাগানোর। স্পিনাররা ভালো বোলিং করেছে। আমাদের পেসাররা শেষ দুই-তিন ওভারে পরিকল্পনা মতো বোলিং করতে পারেনি। আশা করি পরের ম্যাচে ওরা ভালো করবে।’

যদিও ম্যাচ হারের জন্য বাজে ব্যাটিংকেই দায়ী করেছেন শান্ত, ‘আমার মনে হয় আমরা ভালো ব্যাট করিনি। মাঝের ওভারে বেশ কিছু উইকেট হারিয়েছি আমরা। যদিও দারুণ শুরু পেয়েছিলাম, তবে শেষটা ভালোভাবে করতে পারিনি। মাঝে উইকেট হারিয়ে না ফেললে আরও ২০ রান বেশি করতে পারতাম। তাহলে অন্যরকম হতে পারত ম্যাচটা।’

তিন ম্যাচের প্রথমটিতে জিতে টি–টোয়েন্টি সিরিজে ১–০ ব্যবধানে লিড নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। একই ভেন্যুতে আগামী ২৩ মে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

এই বিভাগের আরো খবর

ব্রেকিং:

আফগানিস্তানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পাকিস্তানের

১৭ জেলায় হতে পারে ৬০ কিমি বেগে ঝড়, সতর্ক সংকেত

সরকারি হাসপাতালগুলোতে আছে রাসেল’স ভাইপারের এন্টিভেনম

বৃষ্টি অব্যাহত থাকতে পারে, কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কা

শিক্ষকদের কর্মবিরতিতে অচল ৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয়

স্ত্রীকে ফেসবুক থেকে দূরে রাখা নিষ্ঠুরতার শামিল

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে এটিইউ

ধনী কর্মকর্তাদের সম্পদের উৎসের খোঁজ শুরু করছে দুদক

টি-২০ বিশ্বকাপে বিভিন্ন ক্ষেত্রে সেরার পুরস্কার পেলেন যারা

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মানতে হবে যেসব বিশেষ নির্দেশনা