রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

সালমান নাকি বড্ড নাক গলান, বাধ্য হয়ে কি সিদ্ধান্ত নিলেন করণ জোহর?

আনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : ১ এপ্রিল, ২০২৪, ৮:৩৬
  • ১৩১ এই সময়
  • শেয়ার করুন

করণ জোহর, (ডান দিকে) সালমান খান। ছবি: সংগৃহীত

কথা ছিল ২৫ বছর পর ফের একসঙ্গে কাজ করবেন সালমান খান ও করণ জোহর। বিষ্ণুবর্ধন পরিচালিত ‘বুল’ সিনেমার মাধ্যমে ধর্মা প্রোডাকশনের সঙ্গে ফের হাত মেলাবেন অভিনেতা। কিন্তু সেই সম্ভবনা এখন বিশ বাঁও জলে। সলমন নিজেই নাকি এই ছবি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন!

‘বুল’ ছবির জন্য রীতিমতো প্রস্তুতি শুরু করে দিয়ে ছিলেন সালমান। সে ভাবে কসরত করেছিলেন। সঠিক চেহারার জন্য জিমেই নাকি বেশির ভাগ সময় কাটাচ্ছিলেন। তবে সালমান নিজের তরফে প্রস্তুতি শুরু করে দিলেও বিভিন্ন সময় নানা কারণে পিছিয়ে যায় এই ছবির শুটিং। কথা ছিল ২০২৩ সালের নভেম্বরে শুটিং শুরু হবে। কথা ছিল মলদ্বীপে হবে শুটিং। কিন্তু ভারতের সঙ্গে দ্বীপরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে পিছিয়ে যায় শুটিং। তার পর শোনা যাচ্ছে নতুন বছরের জানুয়ারিতে শুটিং শুরু হবে ‘বুল’-এর। কিন্তু সেটা পিছিয়ে মে মাস করা হয়। এত কিছুর মাঝে নিজেকে হঠাৎই ছবি থেকে সরিয়ে নেন সালমান, এমনটাই গুঞ্জন।

ঘনিষ্ঠ সূত্রের খবর, অবশেষে মাঠে নেমেছেন প্রযোজক করণ জোহর। তিনি নাকি সালমার কাছ থেকে জুলাই মাস পর্যন্ত সময় চেয়েছেন। তবে বার বার প্রযোজক ও পরিচালক নিজেদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় এই সিনেমা থেকেই সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। তবে রাগারাগি নয়, বরং বিনয়ের সঙ্গেই সরে আসার কথা জানিয়েছেন। ভবিষ্যতে আবার কাজ করবেন সেই প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে এক পক্ষ বলছে ছবির প্রতিটি খুঁটিনাটি বিষয়ে নাক গলাচ্ছিলেন সালমান। সেই কারণে নাকি প্রযোজক সরে আসেন। তবে সত্যি-মিথ্যা যা-ই হোক ‘বুল’ ছবির ভবিষ্যৎ যে অনিশ্চিত, তা বোঝা যাচ্ছে।

এই বিভাগের আরো খবর

ব্রেকিং:

কাউন্সিলের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন হতে পারে

বাজারে বাহারি সবজিতে মিলছে না স্বস্তি

ভবনে থাকেন বিএনপি নেতা, পার্কিংয়ে মিলল এস আলমের গাড়ি

পদত্যাগ করল আউয়াল কমিশন

এক যুগ পর বিসিবি সভাপতির পদ ছাড়লেন পাপন

শিক্ষার্থীরা এ দেশকে পুনর্জন্ম দিয়েছে: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের শপথ আজ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতে গড়াবে, সেটি কেউ ভাবেনি: জয়

আলোচনায় বসতে চায় আওয়ামী লীগ: জয়