রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:২১ অপরাহ্ন

কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল পুলিশ পরিদর্শকের

একুশে প্রতিনিধি
  • প্রকাশিত সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ৮:০২
  • ৩৪ এই সময়
  • শেয়ার করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হায়েস গাড়ি সড়কের পাশে কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে জাহিদ ইকবাল (৪৬) নামের এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্য ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার সদ্যোবিদায়ি ওসি। সর্বশেষ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। একই ঘটনায় তার সন্তানরাসহ আরো সাতজন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একটি প্রাইভেট কার দুর্ঘটনার শিকার হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সঙ্গে ধাক্কা দেয় একটি হায়েস গাড়ি। পরে ওই হায়েস গাড়িটি সড়কে পড়ে থাকলে পেছন থেকে আরেকটি প্রাইভেট কার এসে ধাক্কা দেয়। এতে হায়েস গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হায়েসে থাকা এক পুলিশ সদস্য নিহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ডের বিভিন্ন হাসপাতালে পাঠান।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, হায়েস গাড়িটি আটজন যাত্রী নিয়ে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে যাচ্ছিল। নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সঙ্গে ধাক্কা খায়।

এতে গাড়িতে থাকা এক পুলিশ সদস্য নিহত হন। এ সময় গাড়িতে থাকা আরও সাত যাত্রী গুরুতর আহত হয়। নিহত পুলিশ সদস্যের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে।

এই বিভাগের আরো খবর

ব্রেকিং:

নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

জড়িত-শনাক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে : র‌্যাব মুখপাত্র

নিউইয়র্কে গুলিতে দুই বাংলাদেশি নিহত

চট্টগ্রামে চলছে ৪৮ ঘণ্টার ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ

অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা, স্কুল বন্ধ বা অনলাইনে ক্লাস দাবি

হিট অ্যালার্ট বাড়ল আরও ৭২ ঘণ্টা, অস্বস্তিভাব বাড়বে

মেসির রেকর্ড গড়ার ম্যাচে মায়ামির বড় জয়

চীনে টনের্ডোয় হতাহত ৩৮

কম্বোডিয়ায় ঘাঁটিতে বিস্ফোরণ, ২০ সেনা নিহত