বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে এইচপি ল্যাপটপে উপহার ঘোষণা করেছে দেশের অন্যতম শীর্ষ আইটি প্রতিষ্ঠান স্টারটেক ও এইচপি। ‘এইচপি-স্টারটেক বিজয় মেলা’ শীর্ষক আয়োজনে স্টারটেকের যেকোনো শাখা বা অনলাইন শপ থেকে এইচপি ল্যাপটপ কিনলে তিনটি উপহার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
স্টারটেকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপহার হিসেবে জ্যাকেট, কার্ড পেনড্রাইভ, ওয়্যারলেস মাউস, ল্যাপটপ ক্লিনার বা ব্লটুথ স্পিকার দেবে তারা। এসব ল্যাপটপ কিস্তিতে কেনার সুবিধাও দিচ্ছে তারা। ৭ ডিসেম্বর পর্যন্ত বিজয় মেলা চলবে।