শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

শিক্ষার প্রতিটি ক্ষেত্রে আমরা গুণগত মান অর্জন করতে চাই: শিক্ষামন্ত্রী

আনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : ২০ মে, ২০২৩, ৫:৫৫
  • ৫০ এই সময়
  • শেয়ার করুন

আজ শনিবার (২০ মে) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘উচ্চশিক্ষাসহ শিক্ষার প্রতিটি ক্ষেত্রে আমরা গুণগত মান অর্জন করতে চাই। ইতিমধ্যে আমরা নতুন শিক্ষাক্রম চালু করেছি। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা চিন্তা করতে ও সমস্যা সমাধান করতে শিখবে। তারা মননশীল, মানবিক ও সৃজনশীল মানুষ হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘পৃথিবীতে এখন প্রতিযোগিতার চেয়ে সহযোগিতার ওপর জোর দেওয়া হচ্ছে অনেক বেশি। কাজেই আমাদের শিক্ষার্থীরা যাতে সহযোগিতামূলক পরিবেশে শিখতে পারে, সে সুযোগ করে দিতে হবে। এখন শিক্ষার পদ্ধতিটাই ভিন্ন করা হয়েছে, অর্থাৎ অভিজ্ঞতা বিনিময়, করে করে শেখো ও এর প্রয়োগ।’

শিক্ষার্থীদের উদ্দেশে দীপু মনি আরও বলেন, ‘আপনারা যা শিখবেন, তা যেন প্রয়োগ করতে শেখেন। উচ্চশিক্ষা শেষ করে যখন বেরিয়ে যাবেন, তখন আপনারা উদ্যোক্তা বা চাকরীজীবী যা–ই হবেন, এর জন্য তৈরি হতে পেরেছেন কি না, এটা গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব সেখানেই, যদি বিশ্ববিদ্যালয় আপনাকে উদ্যোক্তা ও সফল পেশাজীবী হিসেবে তৈরি করে দিতে পারে। এ জন্য বিশ্ববিদ্যালয়কে গতানুগতিক পাঠদান ও কারিকুলাম থেকে বেরিয়ে এসে আমরা যে চতুর্থ শিল্পবিপ্লবের কথা বলছি, এর উপযোগী করে পাঠদান ও প্রশিক্ষণ দিতে হবে।’

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নাছিম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বিশেষ অতিথি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. দিল আফরোজা বেগম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য ড. হাবিবুর রহমান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন।

আরও বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, অধ্যাপক গৌতম বুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী প্রমুখ। পরে শিক্ষামন্ত্রী চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন পরিদর্শন ও শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন।

এই বিভাগের আরো খবর

ব্রেকিং:

আফগানিস্তানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পাকিস্তানের

১৭ জেলায় হতে পারে ৬০ কিমি বেগে ঝড়, সতর্ক সংকেত

সরকারি হাসপাতালগুলোতে আছে রাসেল’স ভাইপারের এন্টিভেনম

বৃষ্টি অব্যাহত থাকতে পারে, কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কা

শিক্ষকদের কর্মবিরতিতে অচল ৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয়

স্ত্রীকে ফেসবুক থেকে দূরে রাখা নিষ্ঠুরতার শামিল

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে এটিইউ

ধনী কর্মকর্তাদের সম্পদের উৎসের খোঁজ শুরু করছে দুদক

টি-২০ বিশ্বকাপে বিভিন্ন ক্ষেত্রে সেরার পুরস্কার পেলেন যারা

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মানতে হবে যেসব বিশেষ নির্দেশনা