বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৩ অপরাহ্ন

রোহিঙ্গা সংকট সমাধানে আমেরিকা বাংলাদেশকে সার্বিক সহযোগিতা প্রদান করবে, মিলার

একুশে নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ২১২ এই সময়
  • শেয়ার করুন

রোহিঙ্গা সংকট সমাধানে আমেরিকা বাংলাদেশকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।
বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত রবার্ট মিলার আজ মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আাশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে। রাষ্ট্রদূত রবার্ট মিলার
রাষ্ট্রদূত রবার্ট মিলার মঙ্গলবার সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি নাইক্ষ্যংছড়ির তুমুব্রু সীমান্তের জিরো লাইনে অবস্থান নেয়া রোহিঙ্গাদের দেখতে যান। সেখানে তিনি রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।
আমেরিকান রাষ্ট্রদূত রবার্ট মিলার জিরো লাইন থেকে উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্পে যান। তিনি সেখানে রোহিঙ্গাদের অবস্থা প্রত্যক্ষ করেন। তাদের সাথে কথা বলেন। রাষ্ট্রদূত রোহিঙ্গা ক্যাম্পে বিদেশী সংস্থার ত্রাণ কার্যক্রম দেখেন। তিনি সেখানে কয়েকটি নারী শিশু কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। এই সময়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দাতা সংস্থার প্রতিনিধিরা তার সাথে ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূত পরে বালুখালী ১১ নম্বর ক্যাম্পে সাংবাদিকদের কাছে বলেন, রোহিঙ্গাদের তাদের বসত ভিটায় ফিরে যাওয়ার জন্য মিয়ানমারকে নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে। তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। প্রত্যাবাসন হতে হবে অবশ্যই স্বেচ্ছামূলক। নিরাপদ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির জন্য যুক্তরাস্ট্র সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে কাজ অব্যাহত রেখেছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, বিপুল পরিমাণ রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজারে পরিবেশের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। কিভাবে এ ক্ষতি পুষিয়ে নেয়া যায় এবং পরিবেশ ফিরিয়ে আনা যায় এ ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে সহায়তা করবে।
আমেরিকার রাষ্ট্রদূত রবার্ট মিলার শরনার্থী ক্যাম্প পরিদর্শন শেষে সংশ্ষ্টি কর্মকর্তা ও দাতা সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।

এই বিভাগের আরো খবর
ব্রেকিং:

জাতিসংঘের মহাসচিব হিসেবে এখনও কোনো নারী নিয়োগ পায়নি: প্রধানমন্ত্রী

গুলশান কাঁচাবাজার মার্কেটের ঝুঁকিপূর্ণ মালামাল নিলামে উঠছে

কানাডায় শিখ নেতা হত্যা: ভারতকে তদন্তে সহযোগিতা করতে বলল আমেরিকা

হোয়াটসঅ্যাপ চ্যানেলে মোদির ঝড়

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ

আজারবাইজানের অভিযানে নিহত অন্তত ২০০

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার উপরে

বাংলাদেশে গুগলের ডাটা সেন্টার স্থাপনের আহ্বান মোস্তাফা জব্বারের

নেপালে রপ্তানি বাড়াতে চায় বিজিএমইএ

ঢাকায় আসবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো!