শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:১৬ অপরাহ্ন

রোহিঙ্গা সংকট সমাধানে আমেরিকা বাংলাদেশকে সার্বিক সহযোগিতা প্রদান করবে, মিলার

একুশে নিউজ
  • প্রকাশিত সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:২১
  • ২৪৭ এই সময়
  • শেয়ার করুন

রোহিঙ্গা সংকট সমাধানে আমেরিকা বাংলাদেশকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।
বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত রবার্ট মিলার আজ মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আাশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে। রাষ্ট্রদূত রবার্ট মিলার
রাষ্ট্রদূত রবার্ট মিলার মঙ্গলবার সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি নাইক্ষ্যংছড়ির তুমুব্রু সীমান্তের জিরো লাইনে অবস্থান নেয়া রোহিঙ্গাদের দেখতে যান। সেখানে তিনি রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।
আমেরিকান রাষ্ট্রদূত রবার্ট মিলার জিরো লাইন থেকে উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্পে যান। তিনি সেখানে রোহিঙ্গাদের অবস্থা প্রত্যক্ষ করেন। তাদের সাথে কথা বলেন। রাষ্ট্রদূত রোহিঙ্গা ক্যাম্পে বিদেশী সংস্থার ত্রাণ কার্যক্রম দেখেন। তিনি সেখানে কয়েকটি নারী শিশু কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। এই সময়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দাতা সংস্থার প্রতিনিধিরা তার সাথে ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূত পরে বালুখালী ১১ নম্বর ক্যাম্পে সাংবাদিকদের কাছে বলেন, রোহিঙ্গাদের তাদের বসত ভিটায় ফিরে যাওয়ার জন্য মিয়ানমারকে নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে। তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। প্রত্যাবাসন হতে হবে অবশ্যই স্বেচ্ছামূলক। নিরাপদ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির জন্য যুক্তরাস্ট্র সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে কাজ অব্যাহত রেখেছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, বিপুল পরিমাণ রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজারে পরিবেশের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। কিভাবে এ ক্ষতি পুষিয়ে নেয়া যায় এবং পরিবেশ ফিরিয়ে আনা যায় এ ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে সহায়তা করবে।
আমেরিকার রাষ্ট্রদূত রবার্ট মিলার শরনার্থী ক্যাম্প পরিদর্শন শেষে সংশ্ষ্টি কর্মকর্তা ও দাতা সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।

এই বিভাগের আরো খবর

ব্রেকিং:

আফগানিস্তানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পাকিস্তানের

১৭ জেলায় হতে পারে ৬০ কিমি বেগে ঝড়, সতর্ক সংকেত

সরকারি হাসপাতালগুলোতে আছে রাসেল’স ভাইপারের এন্টিভেনম

বৃষ্টি অব্যাহত থাকতে পারে, কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কা

শিক্ষকদের কর্মবিরতিতে অচল ৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয়

স্ত্রীকে ফেসবুক থেকে দূরে রাখা নিষ্ঠুরতার শামিল

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে এটিইউ

ধনী কর্মকর্তাদের সম্পদের উৎসের খোঁজ শুরু করছে দুদক

টি-২০ বিশ্বকাপে বিভিন্ন ক্ষেত্রে সেরার পুরস্কার পেলেন যারা

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মানতে হবে যেসব বিশেষ নির্দেশনা