আজ হারের বৃত্ত ভাঙতে চেয়ে ছিল ঢাকা ডমিনেটরস। কিন্তু সেই খাঁদে এখনও পড়ে আছে তারা। চট্টগ্রাম পর্বে কোনো জয় না পাওয়া দলটি ঢাকাতে জয়ে ফিরতে চেয়ে ছিল। কিন্তু হোম গ্রাউন্ডে ফিরেও বদলায়নি তাদের ভাগ্য। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে তারা হেরেছে ৬০ রানের বড় ব্যবধানে। নাসিম শাহর পেস তোপে যেন পাত্তাই পেলেন না তারা।
কুমিল্লার দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় ঢাকা। পাঁচ ওভারে মাত্র ১৬ রান তুলতেই তারা হারায় তিন টপ অর্ডারকে। পাওয়ার প্লে শেষ হতে না হতেই হারায় অধিনায়ক নাসির হোসেনের উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা।
তবে এক প্রান্ত আগলে রেখে চলে ছিলেন উসমান ঘানি। কিন্তু শেষ ওভারে গিয়ে তিনিও ক্যাচ দিয়ে ফিরে আসেন। ৩৪ বল ক্রিজে থেকে ৩৩ রান করেন। তার ব্যাট থেকে আসে দুটি চার।
কুমিল্লার হয়ে বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে পাকিস্তানি পেসার নাসিম শাহ দ্যুতি ছড়িয়েছেন। ৪ ওভার বল ঘুরিয়ে মাত্র ১২ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট।