নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ স্থানীয় নেতাকে গ্রেপ্তারে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে এক বার্তায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আ ন ম ইমরান হোসেন।
তিনি বলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব। অভিযানে জঙ্গিদের সঙ্গে র্যাবের গোলাগুলি চলছে।
অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। সকাল সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।