মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পেয়ে পলাতক নাজমুল হুদাকে (৭২) বগুড়া সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার নাজমুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার শান্তিরাম এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে।
সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার হয়। রাত সাড়ে ১১টার দিকে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম।
তিনি জানান, নাজমুল হুদা মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনী এবং জামায়েত ইসলামীর সক্রিয় সদস্য ছিলেন। মানবতাবিরোধী অপরাধেও সরাসরি যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলা দায়ের হয়। সেই বিচার প্রক্রিয়ায় দোষী প্রমাণিত হওয়ায় তার মৃত্যুদণ্ড হয়।
গ্রেপ্তার নাজমুল গাজীপুর জেলার টঙ্গীর সাতাইশ এলাকার খরতৈল পশ্চিমপাড়ার কাজীপাড়া রোডের ৪৬ নম্বর বাসায় বসবাস করতেন জানিয়ে ওই র্যাবর কর্মকর্তা বলেছেন, জিজ্ঞাসাবাদে নাজমুল হুদা মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।