আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) আগের ম্যাচের মতোই হতাশ করেছেন মোহাম্মদ হারিস। তবে নাজমুল হোসেন শান্তর ধীরস্থির ব্যাটের লড়াই জারি ছিল আজও। সঙ্গে বরাবরের মতোই তৌহিদ হৃদয়ের বিধ্বংসী ব্যাটিং। পেয়েছেন টানা তৃতীয় অর্ধশতকের দেখা। তার হ্যাটট্রিক ফিফটির দিনে সিলেট করেছে ২০১ রান। যা টুর্নামেন্টের এবারের আসরের প্রথম দ্বিশতক পেয়েছে কোনো দল।
টুর্নামেন্টের প্রথম দ্বিশতক রানের দিনে নাজমুল হোসেন শান্ত পেয়েছেন আসরের প্রথম ফিফটি। ৩৯ বলে ৭ চার ও ২ ছক্কায় তিনি করেছেন ৫৭ রান। আর হ্যাটট্রিক ফিফটি করা তৌহিদ হৃদয় আজ ছিলেন আরও বিধ্বংসী। তার ব্যাট থেকে এসেছে পাঁচটি করে চার ও ছক্কা। ৪৬ বলে খেলেন ৮৪ রানের একটি ঝড়ো ইনিংস।
ঢাকার হয়ে আল আমিন হোসাইন সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন। তবে চার ওভার বল ঘুরিয়ে খরচ করতে হয়েছে ৪৫ রান। তাসকিন আহমেদ ৩৬ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। একটি করে উইকেট পেয়েছেন আরিফুল হক ও আরাফাত সানি।
২০২ রানের লক্ষ্য তাড়ায় একটু পর ব্যাট করতে নামবে ঢাকা ডমিনেটরস।