শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

মেসি কি বাংলাদেশে আসবেন

একুশে নিউজ
  • প্রকাশিত সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ২:৩৯
  • ৯৩ এই সময়
  • শেয়ার করুন

কাতার বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়ে আবেগে ভেসেছে বাংলাদেশের মানুষ। সেই খবর পৌঁছে গিয়ে ছিল লাতিন আমেরিকার দেশটিতেও। দুই দেশের কূটনীতিক পর্যায়ে এ বিষয়ে চিঠি চালাচালিও হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তো এখন চাইছে বিশ্বকাপ জয়ী মেসির আর্জেন্টিনা দলকে ঢাকায় আনতে। প্রশ্ন হচ্ছে সত্যিই কী মেসি আসবেন?

লিওনেল মেসিদের ঢাকায় আনার উদ্যোগের বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্বয়ং বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। গতকাল সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আর্জেন্টিনাকে আনার চেষ্টা করছি। এখনও সুনির্দিষ্ট কিছু হয়নি। চেষ্টা করতে তো দোষের কিছু নেই।’

নিজেদের এই ইচ্ছার কথা জানিয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে এরই মধ্যে চিঠি দিয়েছে বাফুফে। তবে তাদের প্রতিপক্ষ কারা হবে সেটি এখনও ঠিক করেনি বাফুফে। এনিয়ে সালাউদ্দিন বলেছেন, ‘প্রতিপক্ষ কারা থাকতে পারে সেটা এখনও চূড়ান্ত নয়। আর্জেন্টিনাকে আগে চূড়ান্ত হওয়ার পর প্রতিপক্ষ ঠিক হবে।’

বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর্জেন্টিনার ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাফুফের। সালাউদ্দিনের কথাতে মিলল সেই আভাস, ‘জুন-জুলাইয়ের আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাওয়ার কথা। এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মার্চের ফিফা উইন্ডোতে সম্ভব নয়। জুন-জুলাইয়ে আমরা চেষ্টা করব।’

বাফুফে সভাপতি বলেছেন, আর্জেন্টিনা এখন পর্যন্ত তাদের প্রস্তাবে পজিটিভ। অর্থাৎ মেসিদের ঢাকায় আনার ব্যাপারে বেশ আশাবাদীই তিনি।

মেসি তার দেশের হয়ে এর আগেও ঢাকায় খেলে গেছেন। ২০১১ সালের বছর ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে মেসির আর্জেন্টিনা খেলেছিল নাইজেরিয়ার বিপক্ষে। আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ ছিল সেটি।

সেই সময় মেসি ছিলেন টকবগে এক তরুণ। এখন তার বয়স ৩৫। তবে বিশ্বকাপের মঞ্চে তিনি বয়সকে শুধু সংখ্যা হিসেবে প্রমাণ করেছেন। খেলেছেন অবিশ্বাস্য ফুটবল। আরও একবার তিনি ঢাকায় এলে একটা বিশেষত্ব তো থাকবেই। আগের বার তিনি বিশ্বকাপজয়ী ফুটবলার ছিলেন না। এবার তিনি বিশ্বকাপজয়ী বা সর্বজয়ী ফুটবলার!

এই বিভাগের আরো খবর

ব্রেকিং:

বিএনপির নেগেটিভ রাজনীতি এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে: কাদের

মেট্রোর ওপর দিয়ে টানা ইন্টারনেট ও ডিসের তার অপসারণের নির্দেশ

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল সামরিক বাহিনী: জাতিসংঘ

প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা আজ

বাজারে বেঁধে দেওয়া পণ্যের দামের ‘দেখা’ নেই

গাজায় নিহত আরও ৭৬, প্রাণহানি বেড়ে প্রায় ৩২৫০০

ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, সাগরেই ৩৬ হাজার

গাজায় বেসামরিক মৃত্যুর সংখ্যা ‘অত্যধিক বেশি’: যুক্তরাষ্ট্র

পুরান ঢাকা সাংবাদিক ফোরাম এর আত্মপ্রকাশ