রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২১ অপরাহ্ন

ছাত্রের মাকে ধর্ষণ করে ব্লাকমেইল শিক্ষকের, এরপর …

একুশে নিউজ
  • প্রকাশিত সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ৪:১৭
  • ২২৪ এই সময়
  • শেয়ার করুন

গাজীপুরের টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির এক ছাত্রের মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্কুলের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। হাবিবুর রহমান হাবিব (৩৮) নামে ওই শিক্ষক গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার কুনিয়া বড়বাড়ি এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ওই অভিভাবক দুই দফায় সাবেক টঙ্গী থানা ও টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ করেছেন। তবে অভিযোগ উঠেছে, স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলর সালিশি বৈঠকের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন।

এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর টঙ্গীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিযুক্ত ওই শিক্ষকের বিচার চেয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ছাত্র-ছাত্রীরা পোস্ট দিচ্ছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির এক ছাত্রকে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন একই স্কুলের সহকারী গণিত শিক্ষক হাবিবুর রহমান হাবিব। প্রতিদিনের মতো প্রাইভেট পড়াতে গত ৫ জুলাই সন্ধ্যায় কলেজ গেইট এলাকায় ছাত্রের বাসায় যান হাবিব।

এসময় ওই ছাত্রের বাবা জরুরি কাজে বাইরে ছিলেন। এ সুযোগে শিক্ষক হাবিব তার ছাত্রকে অন্য একটি কক্ষে আটকে রেখে মাকে ধর্ষণ করেন এবং মোবাইলে ভিডিও ধারণ করেন।

ধর্ষিত ওই নারী ছেলের ভবিষ্যত, লোকলজ্জা ও সংসার ভাঙার ভয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করেন। এ দুর্বলতার সুযোগে তাকে আবারও কুপ্রস্তাব দেন হাবিব।

পরবর্তীতে গত ২৭ নভেম্বর ভিডিওটি ছাত্রের মায়ের মোবাইলে পাঠিয়ে আবার শারীরিক সম্পর্কের প্রস্তাব পাঠান শিক্ষক হাবিব। কিন্তু ভুক্তভোগী ওই নারী তার প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষক হাবিব দশ লাখ টাকা দাবি করেন। অন্যথায় গোপনে ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছেড়ে দেয়ার হুমকি দেন।

পরদিন ভুক্তভোগী ওই নারী স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামানকে বিষয়টি জানান। কিন্তু প্রধান শিক্ষক কোনো পদক্ষেপ না নিয়ে শিক্ষক হাবিবুরকে ছুটিতে পাঠিয়ে দেন। বুধবার রাতে ওই ছাত্রের মা শিক্ষক হাবিবের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেন।

পরে পশ্চিম থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে ওই রাতেই আটক করে থানায় নিয়ে আসে। তবে পুলিশ স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নগদ টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে ওই ছাত্রের মা শিক্ষক হাবিবুর রহমান হাবিবের উপযুক্ত বিচারের দাবিতে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও গাজীপুর প্রেসক্লাবে একটি চিঠি দেন। এব্যাপারে অভিযুক্ত শিক্ষক হাবিবুর রহমান হাবিবের মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সফিউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জানান, এ ঘটনায় আমি মর্মাহত। সে আমাদের পুরো শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছে। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন বলেন, এ বিষয়ে আমার তেমন জানা নেই, তবে গত রাতে থানায় গিয়ে বিষয়টি শুনেছি।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, ভুক্তভোগী ওই নারী থানায় বসে বিষয়টি আপস মীমাংসা করেছেন। আর স্কুল শিক্ষক হাবিবও ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে মুচলেকা দিয়েছেন।

এই বিভাগের আরো খবর

ব্রেকিং:

কাউন্সিলের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন হতে পারে

বাজারে বাহারি সবজিতে মিলছে না স্বস্তি

ভবনে থাকেন বিএনপি নেতা, পার্কিংয়ে মিলল এস আলমের গাড়ি

পদত্যাগ করল আউয়াল কমিশন

এক যুগ পর বিসিবি সভাপতির পদ ছাড়লেন পাপন

শিক্ষার্থীরা এ দেশকে পুনর্জন্ম দিয়েছে: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের শপথ আজ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতে গড়াবে, সেটি কেউ ভাবেনি: জয়

আলোচনায় বসতে চায় আওয়ামী লীগ: জয়