আশা যেন ছেড়েই দিয়েছিলেন সাইফ স্পোর্টিং ক্লাবের ব্রিটিশ কোচ জোনাথন। ম্যাচ তখন ৮৬ মিনিটে গড়িয়েছে। বিজেএমসির বিপক্ষে তাদের স্কোর ০-০। অথচ এই দলটির বিরুদ্ধেই ৩-১ গোলের জয়ে ফেডারেশন কাপ শুরু করেছিল সাইফ।
কোচ জোনাথন যখন ম্যাচটাকে ড্র’ই ধরে নিয়েছিলেন, ঠিক তখন বক্সের মাথায় ফ্রি-কিক পায় সাইফ। মুহূর্তের মধ্যেই বদলে গেলো ম্যাচের চিত্র। অধিনায়ক জামাল ভূঁইয়ার দুর্দান্ত ফ্রি-কিক উড়ে গিয়ে জালে আছড়ে পড়া দেখলেন বিজেএমসির খেলোয়াড়রা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার শুরু হয়েছে মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট স্বাধীনতা কাপ। প্রিমিয়ার লিগের ১৩ ক্লাব অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। রবিবার দুটি ম্যাচ। প্রথম ম্যাচে আবাহনী খেলবে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এবং দ্বিতীয় ম্যাচে মুখোমুখি জবে শেখ জামাল ও বসুন্ধরা কিংস।