গতকাল বুধবার ব্যাটিং অনুশীলনে নেমে বাঁহাতের আঙুলে চোট পান মুশফিকুর রহিম। তবে চোট ততটা গুরুতর নয় বলে জানান বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তবে মুশফিকুরকে ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেট বোর্ড। তাই বিকল্প হিসেবে রাখা হচ্ছে লিটন দাশকে। বিসিএল খেলতে বগুড়ায় গেলেও জানা যায়, লিটনকে নাকি ইতোমধ্যে ঢাকায় ফিরে আসার ব্যাপারে বলা হয়েছে।
এ ব্যাপারে বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, মুশফিকের যেহেতু চোট পেয়েছে, তাই আমরা লিটনকে দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনা করছি। তবে লিটনের খেলা নির্ভর করছে মুশফিকের সর্বশেষ মেডিকেল রিপোর্টর ওপর।