চট্টগ্রাম পরমাণু শক্তি কেন্দ্র স্থাপনঃ
পরমাণু শক্তি ও বিকিরণ প্রযুক্তির শান্তিপূর্ণ ও মানব কল্যাণে এর ব্যবহার এবং এ প্রযুক্তির উপর সুষ্ঠুভাবে গবেষণা পরিচালনার লক্ষ্যে চট্টগ্রামে একটি বিশেষায়িত পরমাণু গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আমদানীকৃত খাদ্য ও খাদ্যজাত সামগ্রীর তেজষ্ক্রিয়তার মাত্রা পরীক্ষণ, পরিবেশগত বিকিরণ গবেষণা, পরীক্ষণ মনিটরিং এবং তেজষ্ক্রিয় দূষণ মূল্যায়ন করা সম্ভব হয়েছে, যা বিকিরণ নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট মান উন্নয়নে সহায়ক হচ্ছে। এছাড়া, জাহাজভাঙ্গা শিল্পের জাহাজের স্ক্র্যাপ এবং ব্যবহারকারী শিল্প কারখানাতে এর বিকিরণ মনিটরিং ও বিকিরণ নিরাপত্তা সংক্রান্ত বিশেষজ্ঞ সেবা প্রদান এবং অন্যান্য খনিজ আহরণের কাজে ব্যবহৃত আমদানীকৃত তেজষ্ক্রিয় পদার্থ পরিবহনের সময় বিকিরণ নিরাপত্তা সেবা প্রদান পরিচালিত হচ্ছে। স্থল ও নৌবন্দর এবং শুল্ক কর্তৃপক্ষকে তেজষ্ক্রিয় পদার্থবাহী পণ্যের পরীক্ষায় সহায়তাকরণ ও এ কেন্দ্রের বহুবিধ কার্যক্রমের অন্যতম অংশ।
পরমাণু চিকিৎসা ও আলট্রাসাউন্ড কেন্দ্র মিটফোর্ড, কুমিল্লা এবং ফরিদপুর এর সুবিধাদি শক্তিশালীকরণঃ পরমাণু চিকিৎসা ও আলট্রাসাউন্ড কেন্দ্র, মিটফোর্ড, কুমিল্লা ও ফরিদপুর এ বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ ও স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থার উন্নতির জন্য নতুন সাবষ্টেশন স্থাপনসহ নতুন জেনারেটর ক্রয় করে নিরবচ্ছিন্ন সেবা প্রদান সম্ভব হচ্ছে। তাছাড়া, বিভিন্ন গবেষণাগার ও ভবনের অবকাঠামোর মেরামত ও সংস্কার করা হয়েছে ও অত্যাধুনিক যন্ত্রপাতি যেমন SPECT-CT Camera, Dual Head SPECT camera, Thyroid uptake system, 4D color doppler ultrasound system, RIA system সংগ্রহ করে এ তিনটি কেন্দ্রকে আধুনিকীকরণ করা হয়েছে, যার মাধ্যমে চিকিৎসা কার্যক্রম বৃদ্ধির সাথে সাথে গবেষণা কাজও বৃদ্ধি পেয়েছে।
চলবে…………।