শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

ঢাকায় মনোনয়নপত্র জমা দিলেন যারা

একুশে নিউজ
  • প্রকাশিত সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১০:৪৮
  • ২৩০ এই সময়
  • শেয়ার করুন

মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা  শাহ জালাল জানান, এর আগে সোমবার পর্যন্ত ১৮ জন এবং মঙ্গলবার ২২ জনসহ মোট ৪০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম ঢাকা মহাগরীর ১৫টি আসনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কর্মকর্তারা জানান, রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে বেশিরভাগ প্রার্থী নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিলেও কেউ কেউ প্রতিনিধির মাধ্যমেও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কর্মকর্তারা জানান, প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত আওয়ামী লীগের তিনজন, ওয়ার্কার্স পার্টির একজন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) তিনজন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন।

এছাড়া গণফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনএফ), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাকের পার্টি, জেএসডি (রব), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ আরও কয়েকটি দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহ জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৪ আসনে তিনজন, ঢাকা-৫ আসনে দুইজন, ঢাকা-৬ আসনে চারজন, ঢাকা-৭ আসনে দুইজন, ঢাকা-৮ আসনে ছয়জন, ঢাকা-৯ আসনে দুইজন, ঢাকা-১০ আসনে একজন, ঢাকা-১১ আসনে একজন, ঢাকা-১২ আসনে দুইজন, ঢাকা-১৩ আসনে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া ঢাকা-১৪ আসনে এক, ঢাকা-১৫ আসনে তিন, ঢাকা-১৬ আসনে দুই, ঢাকা-১৭ আসনে পাঁচ ও ঢাকা-১৮ আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবারের নির্ধারিত সময় বিকাল ৫টার পরও কোনো কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ে আসেন। কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় তাদের মনোনয়নপত্র গ্রহণ করেননি নির্বাচন কর্মকর্তারা।

বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

ঢাকা-৮ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়ে রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, “বিএনপি ভোট বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু ভোট হতেই হবে।”

ঢাকা-৯ আসনের প্রার্থী সাবের হোসেন চৌধুরী বলেন, “আশা করছি, শান্তিপূর্ণ ও অংশগ্রণমূলক ভোট হবে।”

মনোনয়নপত্র জমা দিতে বেশি লোক নিয়ে আসায় আচরণবিধি লংঘন হয়েছে কি না- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি আচরণ বিধি লংঘন করিনি। নিয়ম মেনেই মনোনয়নপত্র জমা দিতে এসেছি।”

দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে এসে সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, “এখন পর্যন্ত নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি। আবার বড় বড় রাজনৈতিক দলগুলোও নির্বাচনী আচরণবিধি মেনে চলছে না। সেখানে কমিশন কোনো হস্তক্ষেপ করছে না।”

মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা

ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১৫ আসনে কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১২ আসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পক্ষে তার ভাই আকরামুজ্জামান খান, ঢাকা-৮ এ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাম গণতান্ত্রিক জোট মনোনীত প্রার্থী ঢাকা-১৩ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আহসান হাবীব লাভলু, ঢাকা-১৫ আসনে আহমেদ সাজেদুল হক রুবেল ও ঢাকা-৮ আসনে প্রকৌশলী শম্পা বসু, ঢাকা-৭ আসনে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মাসুদ পাশা এবং ঢাকা-৫ আসনে এনপিপির হাবীবুর রহমান মুকুল।

ঢাকা-১৮ আসনে জাসদ (রব) শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ঢাকা-১৭ আসনে বাম গণতান্ত্রিক জোটের (বাসদ) প্রার্থী এসএম আহসান হাবীব, গণফোরামের আহমেদ আলী শেখ, ঢাকা-১৮ আসনে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ঢাকা-১০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল আওয়াল, ঢাকা-৮ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী আব্দুস সামাদ, ঢাকা-৯ এ ইসলামী আন্দোলনের প্রার্থী মো. মানিক মিয়া, ঢাকা-৮ এ এমএ ইউসুফ, জগদীশ বডুয়া, ঢাকা-১৬ আসনে সিদ্দিকুর রহমান ও আলী আহমেদ, ঢাকা-১৪ আসনে কামাল উদ্দিন পাটোয়ারী, ঢাকা-১৩ এ মুরাদ হোসেন, ঢাকা-১২ এ সৈকত আলী, ঢাকা-১১ আসনে আমিনুল ইসলাম ও আব্দুল আউয়াল, ঢাকা-১৮ আসনে আনোয়ার হোসেন, ঢাকা-১৭ এ আমিনুল হক তালুকদার, আলী হায়দার ও আনিসুজ্জামান খোকন, ঢাকা-৬ আসনে মনোয়ার হোসেন, আখতার হোসেন, আবু তাহের ও আহমেদ আলী বিভিন্ন আসনে অন্যান্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই বিভাগের আরো খবর

ব্রেকিং:

আফগানিস্তানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পাকিস্তানের

১৭ জেলায় হতে পারে ৬০ কিমি বেগে ঝড়, সতর্ক সংকেত

সরকারি হাসপাতালগুলোতে আছে রাসেল’স ভাইপারের এন্টিভেনম

বৃষ্টি অব্যাহত থাকতে পারে, কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কা

শিক্ষকদের কর্মবিরতিতে অচল ৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয়

স্ত্রীকে ফেসবুক থেকে দূরে রাখা নিষ্ঠুরতার শামিল

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে এটিইউ

ধনী কর্মকর্তাদের সম্পদের উৎসের খোঁজ শুরু করছে দুদক

টি-২০ বিশ্বকাপে বিভিন্ন ক্ষেত্রে সেরার পুরস্কার পেলেন যারা

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মানতে হবে যেসব বিশেষ নির্দেশনা